এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,০৪ নভেম্বর : পাচারের আগেই বিপুল গাঁজাসহ দুই মহিলাকে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে হাতেনাতে ধরল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) । পুলিশ ওই দুই মহিলাকে আদু বিবি ওরফে কাদু এবং জোৎস্না বিবি নামে চিহ্নিত করেছে । পঞ্চাশোর্ধ ওই দুই ধৃতদের মধ্যে প্রথমজনের বাড়ি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এলাকায় । জোৎস্না বিবির বাড়ি নদিয়া জেলার নবদ্বীপে । ধৃতদের কাছে থাকা বেশ কয়েকটি ব্যাগ থেকে ৫৫ কেজি ২৭২ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ । আজ মঙ্গলবার ধৃতদের আদালতে তুলে ৫ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ ।
জানা গেছে,সোমবার বিকেলে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার (এসবিএসটিসি) একটি বাসে চড়ে নতুনহাটে বাইপাস স্কুল মোড়ে এসে নামে আদু বিবি ও জোৎস্না বিবি । তাদের হাতে ছিল বেশ কয়েকটি ব্যাগ ৷ এদিকে আগে থেকেই সূত্র থেকে গাঁজা পাচারের কথা চলে যায় এসটিএফ-এর কাছে । সেই কারনে নতুনহাটে বাইপাস স্কুল মোড়ে আগে থেকেই অপেক্ষা করছিল এসটিএফ মঙ্গলকোট থানার পুলিশবাহিনী ৷ ছিলেন বেশ কয়েকজন মহিলা পুলিশ কর্মীও । দুই মহিলা বাস থেকে নামতেই পুলিশ তাদের ঘিরে ধরে । শুরু হয় জিজ্ঞাসাবাদ । কিন্তু মহিলারা অসংলগ্ন কথা বলতে শুরু করলে তাদের সাথে থাকা ব্যাগগুলিতে পুলিশ তল্লাশি চালাতেই বিপুল পরিমাণ গাঁজা দেখতে পায় । এরপর পুলিশ তাদের গ্রেপ্তার করে মঙ্গলকোট থানায় নিয়ে আসে ।
জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে ওড়িশা থেকে এই গাঁজা নিয়ে তাঁরা মঙ্গলকোটের নতুনহাট বাইপাস মোড়ে এসেছিল। তারা শুধু গাঁজা পৌঁছে দেওয়ার কাজ করত । এর বিনিময়ে তারা মোটা টাকা কমিশন পেতো । ওই গাঁজা নতুনহাটের কোনো কারবারির হাতে তুলে দেওয়ার কথা ছিল তাদের । পুলিশের সন্দেহ এর পিছনে একটি বড়সড় আন্তরাজ্য পাচার চক্র জড়িত রয়েছে । মঙ্গলকোটসহ এরাজ্যে ওই চক্রের জাল কতদুর বিস্তৃত তা জানতে দুই মহিলাকে ম্যারাথন জেরা শুরু করেছে পুলিশ ।।

