এইদিন ওয়েবডেস্ক,আহমেদাবাদ,০৯ মার্চ : ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার-গাভাস্কার ট্রফি টেস্ট সিরিজের শেষ ম্যাচ আজ বৃহস্পতিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে । রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে কিন্তু সিরিজ জিততে গেলে এই টেস্ট জিততে হবে তাঁদের । উল্লেখযোগ্য বিষয় হল,নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে বসে এযাবৎ কোনো খেলা দেখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । কিন্তু আজ তিনি স্টেডিয়ামে বসে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট ম্যাচ দেখবেন । শুধু তাইই নয়,মোদীর সাথে খেলা দেখবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজও । ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের একটি ছবিসহ টুইট করেছেন,’আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ একটি ঐতিহাসিক দিন । ভারত ও অস্ট্রেলিয়ার চলমান সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অ্যান্থনি অ্যালবানিজ খুব শীঘ্রই এখানে আসবেন । আমরা টিম ইন্ডিয়া এবং ক্রিকেটের প্রতি ভালোবাসার জন্য উল্লাস করছি ।’ ভারত ও অস্ট্রেলিয়ার জাতীয় পতাকার ছবি দিয়ে তিনি লিখেছেন,’বন্ধুত্ব আরও শক্তিশালী !’
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী গুজরাট সফর করছেন । প্রধানমন্ত্রী মোদী বুধবার গভীর রাতে আহমেদাবাদ বিমানবন্দরে পৌঁছান যেখানে রাজ্যপাল আচার্য দেবব্রত, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং রাজ্য সভাপতি সিআর পাটিল তাঁকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী মোদী রাত্রি যাপনের জন্য বিমানবন্দর থেকে রাজভবনে পৌঁছান যেখানে রাজ্যপাল আচার্য দেবব্রত তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ।
জানা গেছে,এদিন সকাল সাড়ে ৮টার দিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আহমেদাবাদের স্টেডিয়ামে পৌঁছাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সকাল ১০ টা পর্যন্ত স্টেডিয়ামেই থাকবেন দুই রাষ্ট্রনায়ক । ম্যাচ দেখার পর সকাল ১০.২০ মিনিটে গান্ধীনগরে রাজভবনে পৌঁছাবেন প্রধানমন্ত্রী মোদী । বিকেল ৪টা পর্যন্ত রাজভবনেই থাকবেন প্রধানমন্ত্রী । সাড়ে চারটে নাগাদ রাজভবন ছেড়ে দিল্লির উদ্দেশে রওনা দেবেন ।।