শ্যামসুন্দর ঘোষ,সিঙ্গুর(হুগলি),১৬ ডিসেম্বর : মকরসংক্রান্তির দিন পূণ্যস্থান করে গুড়-তিলের নাড়ু মুখে দিয়ে নবান্ন অভিযানের ডাক দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার । বৃহস্পতিবার শেষ হল বিজেপির কৃষক সংগঠন ভারতীয় জনতা কৃষাণ মোর্চার ডাকে ৩ দিনের অবস্থান বিক্ষোভ কর্মসূচি । হুগলির সিঙ্গুরে টাটাদের পরিত্যক্ত কারখানার প্রবেশ পথের মুখে অবস্থান মঞ্চ থেকে আগামী বছর ১৪ জানুয়ারি নবান্ন অভিযানের কথা ঘোষণা করেন সুকান্ত মজুমদার ।
তিনি বলেন, ‘নবান্নের উদ্দেশ্যে মার্চ কোথা থেকে শুরু হবে পরে ঠিক করা হবে । আপাতত ঠিক হয়েছে সাঁতরাগাছি থেকে শুরু করা হবে । পরে হয়ত পরিবর্তন হতে পারে । তবে শেষটা ঠিক আছে । নবান্নের ১৪ তলায় গিয়ে শেষ হবে । ওইদিন মুখ্যমন্ত্রীর কাছে কৃষকদের দাবি নিয়ে আমরা প্রতিবেদন দেব । কৃষকদের হাত দিয়েই এই দাবি তাঁর হাতে তুলে দেওয়া হবে ।’ তিনি বলেন, ‘মাঝে মকরসংক্রান্তি পড়বে । আপনারা মকরসংক্রান্তি স্নান করে হাতে তিলের নাড়ু নিয়ে আসবেন । সেই নাড়ু খেয়ে আমরা সকলে মিলে একত্রিত হব ।’ সুকান্ত বলেন, ‘তিল এক থাকে না । গুড় তিলকে এক করে দেয় । তাই ওই দিন বিজেপির সমস্ত কার্যকর্তা তিলের নাড়ু মুখে দিয়ে নবান্ন অভিযানে বের হব । হীরক রানীকে তাঁর চেয়ার থেকে টেনে নামাবো ।’
তবে নবান্ন অভিযানের আগে চলতি মাসের ২২ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার ৷ তিনি জানিয়েছেন, নতুন বছরের ৫ থেকে ১০ জানুয়ারি রাজ্যের জেলাগুলিতে কিসান মার্চ হবে । উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিসান মার্চে দিলীপ ঘোষ,শুভেন্দু অধিকারীর মত শীর্ষ নেতাদের পাশাপাশি তিনি নিজেও কোথাও কোথাও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি । তিনি জানান,১০ জানুয়ারি উত্তরবঙ্গে এই মার্চ শেষ হবে । ওইদিন মালদহে থাকবেন শুভেন্দু অধিকারী । আর তিনি নিজে উপস্থিত থাকবেন জলপাইগুড়িতে । এদিন সিঙ্গুরে অবস্থান বিক্ষোভ কর্মসূচির অন্তিম দিনে রাজ্য সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী,শমীক ভট্টাচার্য,জয়প্রকাশ মজুমদার প্রমুখ ।।