প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৩ জুন : সিঙ্গুরের আর ও বি রাজ্যের নয় ,রেলের সম্পত্তি । তাই ভারতের রেল দফতর ওর জন্যে টাকা খরচ করেছে । ওখানাকার সাংসদ লকেট চট্টোপাধ্যায়-ই এই ব্যাপারে মুখ্য উদ্যোগ নিয়ে ছিলেন।কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী সে সব অস্বীকার করছেন। প্রচার করে মিথ্যা বলা হচ্ছে।এরই প্রতিবাদে আগামী ১০ জুন ওখানেই প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন দিবস পালন করা হবে।। শুক্রবার সন্ধ্যায় বর্ধমানে এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই কথাই জানিয়ে গেলেন। বিরোধী দলনেতার এই বক্তব্যকে যদিও কোন আমল দিতে চান নি পূর্ব বর্ধমানের শাসক দলের নেতৃত্ব ।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করে আরও বলেন, ‘রেলের পরিকল্পনা ,উন্নয়ন, সাংসদ সবাইকে অস্বীকার করে উনি রেলের প্রকল্প ছিনতাই করছেন। ঠিক যেভাবে উনি এর আগে অনেক কেন্দ্রীয় প্রকল্পকে নিজের প্রকল্প বলে চালিয়েছেন।ওখানকার যুবকদের আশাভরসা সবই গেছে।২০১৭ তে ওখানে সরষে চাষ, তারপর কিছুদিন আগে মাছ চাষের কথা হয় । সরষে মাছ দুটোই ফেল । শুভেন্দু বাবু জানান; রেলমন্ত্রীর সাথে তাঁর কথা হয়েছে।তিনি এদিন বলেন, এ রাজ্য থেকে শিল্প আগেই গেছে। কেকে’র মৃত্যুর পর শিল্পীরাও আসবেন না ।’
বিধায়ক অভিজিৎ সিংহকে সি বি আইয়ের ডাক নিয়ে শুভেন্দু অধিকারী বলেন,এরা সবাই নির্বাচনোত্তর হিংসায় জড়িত। কয়লা , বালি ,গরু চুরি থেকে রামপুরহাটের ঘটনায় যুক্ত। এমনকি আজ যিনি মাধ্যমিকের ফল ঘোষণা করলেন তার জেলে থাকা উচিত।কারণ তিনি পার্থ চট্টোপাধ্যায়ের পাঁচজনের কমিটির অন্যতম। যিনি বেকারদের বঞ্চিত করেছেন তিনি মাধ্যমিকের ফলপ্রকাশ করলেন এটা বিদ্যাসাগরের বাংলার লজ্জা।।