এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৬ মে : লোকসভা ভোট পর্বের মাঝে অস্বস্তি বাড়ল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের ৷ পূর্ব মেদিনীপুর জেলার ময়নায় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইঞা খুনের মামলায় এনআইএ তদন্তে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্টের কোর্টের ডিভিশন বেঞ্চ । ওই খুনের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ । সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার । কিন্তু আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশকেই বহাল রাখল । ডিভিশন বেঞ্চ সাফভজানিয়ে দেয় যে যেহেতু ইতিমধ্যেই এনআইএ তদন্ত শুরু করেছে তাই আদালত সেই তদন্ত প্রক্রিয়ায় আর হস্তক্ষেপ করবে না ।
প্রসঙ্গত,ময়নার গোড়ামহল গ্রামের বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে গত বছর মে মাসে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করা হয় । ঘটনার দিন রাতে বাড়ি থেকে অদূরে পুকুর পাড় থেকে পুলিশ বিজয়কৃষ্ণের মাথা থ্যাঁতলানো দেহ উদ্ধার করে । মৃত বিজয়ের স্ত্রী লক্ষ্মী ভুঁইঞা ময়না থানায় ৩৪ জনের নামে লিখিত অভিযোগ করেন । মামলা হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। বিচারপতি এই খুনের মামলায় এসডিপিও’কে তদন্তের নির্দেশ দেন। কিন্তু পরে পুলিশের বিরুদ্ধে চার্জশিটে একাধিক অভিযুক্তের নাম বাদ দেওয়া এবং বোমা উদ্ধারের কথা উল্লেখ না করার অভিযোগ ওঠে । শেষ পর্যন্ত বিচারপতি জয় সেনগুপ্ত এই মামলায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিলেন। বিচারপতি এনআইএ-কে তদন্ত শুরু করা এবং তদন্তের প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেন । এরপরেই হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য । উল্লেখ্য,বিজয়কৃষ্ণ ভুঁইঞা খুনে পুলিশ যে কয়জনকে গ্রেপ্তার করেছিল তারা এলাকায় সক্রিয় তৃণমূল (TMC) কর্মী বলে পরিচিত ।।