প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৩ ডিসেম্বর : সাধারণ মানুষের চিকিৎসার স্বার্থে রাজ্যের বহু হাসপাতালে বাড়ানো হচ্ছে শয্যা (বেড) সংখ্যা । সেই তালিকায় পূর্ব বর্ধমান সহ উত্তর বঙ্গ ও দক্ষিণ বঙ্গের একাধীক হাসপাতালের নাম রয়েছে। শুধু বেড সংখ্যা বাড়ানোই নয়, পরিকাঠামোগত উন্নয়নও হবে হাসপাতাল গুলির।এই সংক্রান্ত নির্দেশিকা ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে উত্তর বঙ্গ ও দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলার জেলা শাসক ও স্বাস্থ্য দফতরের কর্তাদের হাতে।এমন খবরে স্বাভাবতই খুশি পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা সহ চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী মহল ।
স্বাস্থ্য দফতরের সিদ্ধান্ত অনুযায়ী ১০০ টি বেড বাড়ানো হচ্ছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর শ্রীরামপুর গ্রামীন হাসপাতালে । এই এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন ,স্বাস্থ্য দফতরের সিদ্ধান্ত অনুয়ায়ী শুধু বেড সংখ্যাই বাড়ানো হবে না। পরিকাঠামোগত উন্নয়নও হবে শ্রীরামপুর গ্রামীন হাসপাতালের । এছাড়াও জেলার কাটোয়া মহকুমা হাসপাতাল, মেমারি গ্রামীণ হাসপাতালে ১০০ বেডের নতুন পরিকাঠামো গড়ে তোলা হবে ।পাশাপাশি ২০ টি বেডের নতুন পরিকাঠামো ব্যবস্থা গড়ে তোলা হবে কাটোয়ায় শ্রীখণ্ড ও খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। একই ভাবে দার্জিলিং,জলপাইগুড়ি ,আলিপুরদুয়ার , কোচবিহার,দুই ২৪ পরগনা ,দুই মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ ও পুরুলিয়া জেলার বেশ কয়েকটি হাসপাতালের বেড সংখ্যা বৃদ্ধি ও তার সাথে পরিকাঠামোগত উন্নতি ঘটানো হবে ।
মন্ত্রী স্বপন দেবনাথ আরও বলেন ,বাম জমানায় রাজ্যের বহু হাসপাতাল বেহাল হয়ে পড়েছিল । মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় ওই সব হাসপাতাল গুলি ঢেলে সাজিয়েছেন।এছাড়াও চিকিৎসা ব্যবস্থার উন্নতিসাধনে নতুন নতুন হাসপাতাল যেমন তৈরী হয়েছে তেমনই আধুনিক ও উন্নত মানের চিকিৎসার যন্ত্রপাতি হাসপাতাল গুলি পেয়েছে। রাজ্যের মানুষের চিকিৎসার স্বার্থে রাজ্য সরকার স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থাও করে দিয়েছে । মন্ত্রীর কথায় জানা গিয়েছে,পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে রোগীর চাপ সবসময় বেশী থাকে।প্রতিদিন প্রায় ৫-৬ শো রোগী এই হাসপাতালের ইনডোর ও আউটডোর বিভাগে চিকিৎসা পরিষেবা নিতে আসেন । হাসপাতালে বেড সংখ্যা এখন ৩০ টি থাকায় রোগীদের দূরের কালনা মহকুমা হাসপাতাল অথবা বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করতে হয়।এখন ১০০ বেডের অনুমোদন মেলায় রোগীরা প্রভূত উপকৃত হবে বলে শ্রীরামপুর হাসপাতালের বিএমওএইচ চিকিৎসক নৌমান শেখ জানিয়েছেন। জেলা স্বাস্থ্য আধিকারিক প্রণব রায় জানিয়েছেন,’পাঠানো প্রস্তাব মতোই জেলার একাধীক হাসপাতালগুলিতে বেড সংখ্যা বাড়ানোর অনুমোদন মিলেছে ।’।