এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৮ আগস্ট : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চরম বিপাকে পড়ে গেল পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস । ৭ দিনের মধ্যে ‘অযোগ্যদের’ তালিকা প্রকাশের জন্য পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনকে(এসএসসি) নির্দেশ দিল সুপ্রিম কোর্ট । পাশাপাশি বাতিল করে দেওয়া হয়েছে ১৯ আগস্ট নিয়োগ বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়ে রাজ্যের দায়ের করা রিভিউ পিটিশন । এমতাবস্থায় যোগ্যদের চাকরি বহালের দাবিতে যে আন্দোলন চলছে তার পাশাপাশি অযোগ্যদের টাকা ফেরতের দাবিতে আন্দোলনের মুখোমুখি হওয়ার সম্ভাবনার সৃষ্টি হল। ফলে ২০২৬- এর বিধানসভার ভোটের আগে এটা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির কাছে একটা চরম ধাক্কা বলে মনে করা হচ্ছে ।
২০১৬ সালের প্যানেলের ২৬ হাজার চাকরি বাতিল মামলায় আজ বৃহস্পতিবার ফের সুপ্রিম কোর্টে তীব্র সমালোচনার মুখে পড়ে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশ চন্দ্রের বেঞ্চ এসএসসি-কে তীব্র ভর্ৎসনা করেছে । এসএসসি-এর কোনও যুক্তিই ধোপে টেকেনি । কেন অযোগ্যদের জন্য কলকাতা হাইকোর্টে তারা গিয়েছিল সেই প্রশ্নের উত্তরও চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট এসএসসি-কে স্পষ্টত জানিয়েছে, নতুন নিয়োগ প্রক্রিয়ায় নজর রাখা হচ্ছে। দুই বিচারপতির সাফ জানিয়ে দেন যে, নতুন যে নিয়োগ প্রক্রিয়া চলছে তার উপর প্রতিমুহূর্তে সতর্ক নজর রেখেছে সুপ্রিম কোর্ট। এরপরেও যদি কোনও রকম গলদ হয়, বা সমস্যা হয়, তাহলে সঙ্গে সঙ্গে সে বিষয়ে হস্তক্ষেপ করবে শীর্ষ আদালত।
আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘সুপ্রিম কোর্ট আগেও এই কথা বলেছিল। তবে রাজ্য সরকার তা কোনওদিন করবে না। কারণ, ওরা জানে যাদের থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছে, তাদের নাম সামনে আনলেই বিপদ বাড়বে ।’।