এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২০ নভেম্বর : রবিবার সাপ্তাহিক ছুটির দিন । অফিস কাছারি বন্ধ থাকার কথা । কিন্তু পঞ্চায়েত ভোটের আগে ভোটারদের প্রলুব্ধ করতে রবিবারেও ব্লক ভূমি ও ভূমি সংস্কার (বিএলআরও) অফিস খুলে পাট্টা বিলির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার-এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । রবিবার নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু । ভিডিও রেকর্ডকারীকে বলতে শোনা যায়, এটি এগরা-২ ব্লকের বিডিও অফিস । রবিবার সন্ধাতেও অফিস খোলা । ছুটির দিনে অফিসের ভিতরে পাট্টা বিলির প্রক্রিয়া চলছে ।’ ওই ব্যক্তিকে দপ্তরের বিভন্ন আধিকারিকের সঙ্গে তর্ক বিতর্ক করতেও শোনা গেছে ।
ভিডিওটি পোস্টের পাশাপাশি শুভেন্দু অধিকারী লিখেছেন,’রবিবার, ছুটির দিনের সন্ধ্যায়, রাজ্য সরকারের নির্দেশে রাজ্য জুড়ে BL&LRO (বি এল আর ও) অফিসগুলি খুলে দেওয়া হয়েছে পঞ্চায়েত নির্বাচনের আগে ভোটারদের প্রলুব্ধ করার জন্য লুকিয়ে জমির পাট্টা বিতরণ করতে ।
অতি দ্রুততার সাথে, অত্যন্ত গোপনে জমিগুলির পাট্টা সংক্রান্ত নথিপত্র প্রস্তুত করার উদ্দেশ্যে কোনো রকম সমীক্ষা, মাঠ খসড়া, জরিপ ছাড়াই নির্বিচারে জমিগুলির কাগজপত্র তৈরি করা হচ্ছে। এই সকল জমির মধ্যে শ্মশান, কবরস্থান, চা বাগান, বনভূমি, সমাধিস্থল, জনজাতিদের স্বতন্ত্র ব্যবহার্য জমি ইত্যাদি রয়েছে । কারোর সম্পত্তি অথবা ব্যবহারের অধিকার কেড়ে নিয়ে অন্য কাউকে এভাবে দেওয়া যায় না। এটা ক্ষমতার নির্লজ্জ অপব্যবহার। এর ফলে বিভিন্ন সম্প্রদায়ভুক্ত মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হবে ।’
তিনি আরও লিখেছেন,’আর এত তাড়া কিসের? কিসের এত লুকোচুরি ? ছুটির দিন, রাতের অন্ধকারে এই বিশেষ কাজ করে কাদের সুবিধা প্রদান করা হচ্ছে, কিসের বিনিময়ে ? সবাইকে অনুরোধ করছি সজাগ থাকুন, আর এই ধরনের চক্রান্তের বিরূদ্ধে স্থানীয় ভাবে প্রতিরোধ গড়ে তুলুন ।’।