এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),২২ ডিসেম্বর : তৃণমূলের ছাত্র সংগঠনের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে পুড়ল কেতুগ্রামের রাধানাথ কুণ্ডু মহাবিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য নির্মিত মঞ্চ । সোমবার ছিল কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান । তার আগে শনিবার রাতে রহস্যজনকভাবে আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় মঞ্চটি । স্থানীয় সিপিএম নেতা মীজানুল কবীর ধীরাজের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে মঞ্চে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে ৷ তিনি অনুষ্ঠানমঞ্চের পুড়ে যাওয়া ছবি ফেসবুকে লিখেছেন,’তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পুড়ে ছাই হয়ে গেল কাঁদরা কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের প্যাণ্ডেল। ধিক্কার জানাই ৷’
জানা গেছে,সোমবার কেতুগ্রাম কলেজের বার্ষিক অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সেই উপলক্ষ্যে কলেজ চত্বরের মাঠে মঞ্চ তৈরি করা হয়েছিল । শনিবার রাতে মঞ্চটি দাউদাউ করে জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা । তারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে । কিন্তু তার আগেই ভস্মীভূত হয়ে যায় মঞ্চের কাপড় ও সামিয়ানা । কেতুগ্রাম -১ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রবি মুন্সি জানান, ঘটনার পর পুলিস পেট্রল ও ডিজেলের বোতল পড়ে থাকতে দেখেছে । চক্রান্ত করেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে তার দাবি । যদিও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছেন কেতুগ্রামের বিধায়ক শেখ সাহনাওয়াজ । তিনি বলেন,’আমাদের দলে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। কলেজের মধ্যে সিসিটিভি ক্যামেরা রয়েছে। কিভাবে আগুন লাগল পুলিশ তদন্ত করে দেখুক।’
তবে বিধায়ক গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করলেও স্থানীয় সূত্রে খবর যে কেতুগ্রামের কাঁদরায় রাধানাথ কুণ্ডু মহাবিদ্যালয়ের ছাত্র সংগঠনের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব বেশ কিছুদিন ধরেই চলছে । প্রায় ৮ – ৯ বছর ধরে কলেজে ছাত্র সংসদের নির্বাচন হয়নি ৷ছাত্র সংগঠনের একটি কমিটি মূলত কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে আসছিল। কিন্তু বিগত কয়েক মাস ধরেই ওই কমিটি ঘিরে দুটি গোষ্ঠী তৈরি হয়৷ আর তখন থেকেই এনিয়ে দুই গোষ্ঠীর ভিতরে ভিতরে সংঘাত চলে আসছিল। দুপক্ষই বিধায়কের কাছেও এনিয়ে অভাব অভিযোগ জানিয়ে আসছিলেন বলে দলীয় সূত্রে খবর। কিন্তু তাতেও দ্বন্দ্ব মেটেনি । সিপিএমের দাবি, তৃণমূলের ছাত্র সংগঠনের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের জেরেই একপক্ষ এই ঘটনা ঘটিয়েছে ।।