এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,০১ নভেম্বর : হিন্দি ছবি “রান” (Run)-এর একটি কমেডি দৃশ্য ব্যাপক জনপ্রিয় হয়েছিল। সেই দৃশ্যে অভিনেতা বিজয় রাজ রাস্তায় ঠেলা গাড়িতে বিক্রি করা ৫ টাকা প্লেট বিরিয়ানি খেয়েছিলেন৷ কিন্তু বিরিয়ানি খাওয়ার পর থেকে কথা বলতে গেলেই তার গলা থেকে কাকের “কা কা” ডাক বের হতে থেকে । পরে বিক্রেতার কাছে গিয়ে তিনি এর কারন জিজ্ঞেস করলে উত্তর আসে যে ওটা মুরগি নয়,বরঞ্চ কাকের মাংসের বিরিয়ানি(কাউয়া বিরিয়ানি) ছিল । দৃশ্যটি ব্যাপক হিট হয় ।
যদিও ওটা চলচিত্রের কাল্পনিক দৃশ্য । তবে প্রায় একই রকম একটা বাস্তব ঘটনার খবর পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গ থেকে । উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে এমন এক প্রৌঢ় চিকিৎসাধীন রয়েছেন যিনি শ্বাসপ্রশ্বাস নিলেই গলা থেকে বের হচ্ছে বাঁশির সুর । বিহারের কিশনগঞ্জের বাসিন্দা বছর পঞ্চান্নের ওই প্রৌঢ়কে ইএনটি বিভাগের ভর্তি করে চিকিৎসা চলছে ৷
যেটা জানা যাচ্ছে যে ওই প্রৌঢ়ের বাঁশি বাজানোর শখ হয়েছিল । একদিন তিনি নিজের নাতির কাছ থেকে একটা ছোট বাঁশি নিয়ে বাজাতে শুরু করেন । আর তখনই ঘটে যায় অঘটন । আকারে ছোট হওয়ায় শ্বাস নেওয়ার বাঁশিটি সোজা ঢুকে যায় তার গলায় । তারপর থেকে প্রৌঢ় নিজের ভাষা হারিয়ে ফেলেন । কথা বলতে গেলেই বের হতে থাকে বাঁশির শিঁ শিঁ আওয়াজ । বেগতিক বুঝে পরিবারের লোকজন তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে আসে । তাকে ইএনটি বিভাগে ভর্তি করা হয় ।
হাসপাতাল সূত্রে খবর,চিকিৎসকরা প্রথমেই প্রৌঢ়ের সিটি স্ক্যান করান । সেই রিপোর্টে ধরা পড়ে যে ওই প্রৌঢ়ের বাম প্রধান ব্রঙ্কাসে শক্তভাবে আটকে রয়েছে ওই বাঁশিটি । বাঁশিটি বের করতে ডাঃ রাধেশ্যাম মাহাতো, ডাঃ পার্থ প্রতিম সাহা, ডাঃ এসকে আজহারউদ্দিন, ডাঃ সন্দীপ মণ্ডল, ডাঃ অজিতাভ সরকার এবং ডাঃ পৌলমী সাহা মিলে আট চিকিৎসককে নিয়ে একটি দল গঠন করা হয়। তবে অস্ত্রপচার ছাড়াই সফলভাবে তার গলা থেকে বাঁশিটি বের করেন চিকিৎসকরা । প্রৌঢ়কে প্রথমে অ্যানেস্থেসিওলজিস্ট ডাঃ সুশান্ত সরকার, ডাঃ অভিষেক গঙ্গোপাধ্যায় অচৈতন্য করেন। তারপর বিশেষ পদ্ধতিতে বাঁশিটি তার গলা থেকে বের করেন চিকিৎসকরা । বর্তমানে ওই প্রৌঢ়ের শারিরীক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা ।।
★ তথ্যসূত্র ও ছবি : সৌজন্যে উত্তরবঙ্গ সংবাদ ।

