এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগণা,২৮ মে : পরকীয়ার জেরে প্রেমিকার স্বামীকে লক্ষ্য করে গুলি চালালো তৃণমূলের উপপ্রধানের ছেলে । এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উত্তর ২৪ পরগণা জেলার আমডাঙা থানার তারাবাড়িয়া পঞ্চায়েতের রাউতারা এলাকায় । বরাত জোরে প্রাণে বেঁচে গেছেন প্রেমিকার স্বামী মশিয়ার রহমান মণ্ডল৷ তবে তার ডান কানের নিচে গুলি লেগেছে বলে জানা গেছে । বারাসত সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি । এদিকে ঘটনার পর থেকেই চম্পট দিয়েছে হামলাকারী আরিফুল । ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায় ।
সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে জানা গেছে,অভিযুক্ত আরিফুল তারাবেড়িয়া পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধানের ছেলে । সে মশিয়ার রহমান মণ্ডলের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিল। বিষয়টি মশিয়ার জানতে পারলে অশান্তি শুরু হয় । তার জেরে মঙ্গলবার রাত প্রায় ৯ টা নাগাদ মশিয়ার যখন রাউতারার কাছে রাস্তা দিয়ে যাচ্ছিল, সেই সময় আরিফুল সেখানে এসে তাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ । কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে মশিয়ারের ডান কানের নিচে এসে লাগে । যদিও এই বিষয়ে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়েছে কিনা জানা যায়নি । পুলিশের পক্ষ থেকে কোনো বিবৃতি সামনে আসেনি ।।

