এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৭ জুলাই : বসত ভিটা থেকে জোর করে উচ্ছেদ করার জন্য নিজের শালাকে হাঁসুয়া দিয়ে কোপানোর অভিযোগ উঠল জামাইবাবুর বিরুদ্ধে । ঘটনাটি মালদা জেলার ঘটেছে ইংরেজবাজার থানার সাট্টারির মোবারকপুর গ্রামে । আহত ব্যক্তির নাম সনাতন মণ্ডল (৪৮) । তাঁর ডান হাতে হাঁসুয়ার কোপ লাগে । পরিবারের লোকজন তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে । বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ।
জানা গেছে, মোবারকপুরের বাসিন্দা সনাতন মণ্ডলের বসবাসের ভিটাটির পরিমান ১৯ কাঠা । ওই জায়গার একাংশেই রয়েছে তাঁর বসবাসের বাড়ি । জায়গাটির বর্তমান মূল্য কয়েক লক্ষ টাকা । একই গ্রামের বাসিন্দা দীনেশ মণ্ডল,বাপী মন্ডল,চিত্ত মন্ডলসহ ৮ জন জমি জায়গার কারবারি ওই ভিটাটির কিছুটা অংশ জবরদখল করে রেখেছে বলে অভিযোগ সনাতন মণ্ডলের ।
তিনি বলেন, ‘এই কারনে আমি আদালতে মামলা করতে বাধ্য হয় । আর তার পর থেকেই মামলা তোলার জন্য দীনেশ আমাকে ক্রমাগত চাপ দিয়ে আসছিল । কিন্তু আমি চাপের কাছে নতি স্বীকার করিনি । শেষে ওরা আমার জামাইবাবু বিশু মণ্ডলকে লেলিয়ে দেয় । এরপরই বিশু মন্ডল ও তার ভাই ধরঞ্জয় মন্ডল হাঁসুয়া নিয়ে আমার উপর চড়াও হয় । আমাকে মামলা তোলার জন্য চাপ দেয় । কিন্তু আমি মামলা তুলতে অস্বীকার করি । তখন জামাইবাবু আমাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে আহত করে ।’
যদিও এই ঘটনায় থানায় কোনও নির্দিষ্ট অভিযোগ দায়ের হয়নি বলে জানা গেছে । তবে অভিযুক্ত জামাইবাবুর দাবি, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে শালা ।।