এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,২৭ ডিসেম্বর : বড়দিন ও নিজের জন্মদিন উদযাপন করতে পানভেলের ফার্মহাউসে গিয়েছিলেন বলিউড অভিনেতা সলমন খান । জন্মদিনের ঠিক এক দিন আগেই সেখানে তাঁকে একটি সাপে কামড়েছিল । চিকিৎসার জন্য কমোথে এমজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অভিনেতাকে । পরের দিন সকাল ৯ টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয় । ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেন তাঁর ভক্তকুল । হাসপাতাল থেকে ফিরে যথারীতি ফের ফার্ম হাউসে এসে সালমান খান তাঁর পরিবারের সদস্য,ঘনিষ্ঠ বন্ধু এবং নির্বাচিত বন্ধুদের সাথে নিজের ৫৬ তম জন্মদিন উদযাপন করেন ।
২৭ ডিসেম্বর রাতে সংবাদমাধ্যমের সামনে সাপে কামড়ানোর গল্প নিজের মুখে শোনালেন খোদ সালমান খান । তিনি বলেন, ‘খামারবাড়ির ভেতরে একটি সাপ ঢুকেছিল । একটা কাঠের সাহায্যে সাপটি অন্যত্র সরানোর চেষ্টা করেছিলাম। কিন্তু ঠিক তখনই সাপটি আমার হাতের উপর উঠে আসে । এমতাবস্থায় আমি সাপটিকে অন্য হাতে নিয়ে যখন ফার্ম হাউসের বাইরে আসছিলাম,আর তখনই সাপটি আমায় তিনবার কামড় দেয় । এটি ছিল এক ধরনের বিষাক্ত সাপ । আমি ৬ ঘন্টা হাসপাতালে ছিলাম । আমি এখন ভালো আছি ।’
সেই সঙ্গে সলমান বলেন, ‘ভালো ব্যাপার হলো হাসপাতালে সমস্ত রকম সুযোগ-সুবিধা ছিল । সব ধরনের অ্যান্টি-ভেনম ছিল। এ পর্যন্ত আমি সব ধরনের অ্যান্টি-ভেনম (ক্রেট, ভাইপার, কোবরা) ইনজেকশন নিয়েছি ।’ সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সলমন ।।
ছবি : সৌজন্যে ট্যুইটার ।