এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৫ মে : ষষ্ঠ দফার ভোটেও রাজ্যের একাধিক জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেছে । আজ শনিবার পশ্চিমবঙ্গের ৮টি লোকসভা আসন তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুরে ভোট হল । তার মধ্যে তমলুক লোকসভা কেন্দ্রের মহিষাদলে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে । যদিও বিজেপি বলেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারনেই এই ঘটনা ঘটেছে । একই লোকসভা কেন্দ্রের ময়নায় আরও এক তৃণমূল কর্মীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে ।
তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও ঘাটালের বিজেপি প্রার্থী হিরনকে ঘিরে বিভিন্ন জায়গায় বিক্ষোভের ঘটনা ঘটেছে । ঝাড়গ্রামের গড়বেতা বিধানসভার মোগলাপাতা গ্রামে বিজেপি প্রার্থী প্রণত টুডুর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । প্রার্থীর গাড়িতে ইটবৃষ্টি করা হয় । ইটের আঘাতে বিজেপি প্রার্থীর গাড়ির কাচ ভেঙে যায় । কাচের। মাথায় আঘাত পেয়েছেন প্রণত টুডু । প্রার্থীর নিরাপত্তায় থাকা সিআইএসএফ জওয়ানের মাথা ফেটে যায়। তাঁদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়।
ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে কেশপুরে দফায় দফায় তৃণমূলের বাধার মুখে পড়তে হয়েছে । তৃণমূলের লোকজন তাঁর গাড়ির সামনে শুয়ে,বিচালি জ্বেলে পথ আটকানোর চেষ্টা করে বলে অভিযোগ । পাশাপাশি ‘চোর’ স্লোগানও দেওয়া হয় । ক্ষিপ্ত হিরণ বলেছেন,’মমতা ব্যানার্জি কেশপুরকে পাকিস্তানে পরিনত করেছেন । তৃণমূল প্রার্থী দীপক অধিকারী তার লুঙ্গিবাহিনীকে লাঠিসোঁটা নিয়ে পথে নামিয়েছে আমাকে আটকানোর জন্য ।’
অন্যদিকে হলদিয়ার দিঘাসিপুর গ্রামের মাদ্রাসা ও ঘাসিপুর বোর্ড প্রাইমারি স্কুলের বুথে দলের এজেন্ট বসাতে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূলের লোকজন । ‘চোর’, ‘জয় বাংলা’ ও ‘বিজেপি হটাও’ স্লোগানও দেওয়া হয় ।
হলদিয়ায় ২২৭ নম্বর বুথের সিপিএম এজেন্টকে অপহরণের অভিযোগ উঠেছে। প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নয়ন প্রামাণিক এবং আশিস প্রামাণিক নামের দুই এজেন্টকে ভোট সাড়ে ৫টা থেকে পাওয়া যাচ্ছে না । তমলুকের ময়নায় নিখোঁজ হওয়া বিজেপির কনভেনারের বাড়িতে পুলিশি তল্লাশির বিরুদ্ধে ধরনায় বসেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ভোট দিয়ে বাড়ি ফেরার পথে গৌতম গুরু নামে ওই বিজেপি নেতা নিখোঁজ হয়ে যান । তৃণমূলের বিরুদ্ধে অপহরণের অভিযোগ তুলেছে ওই বিজেপি নেতার পরিবার । বাঁকুড়ার ইন্দাসে বিজেপির বুথ এজেন্টকে মারধর করে স্ত্রীকে থান পরিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইন্দাসের দিবাকর বাটির ১৩৫ নম্বর বুথের তৃণমূল এজেন্ট সুখেন্দু রায়ের বিরুদ্ধে । এনিয়ে থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি । তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । খড়গপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ।
নন্দীগ্রামে বিজেপির বিরুদ্ধে সেতু ভাঙার অভিযোগ তুলেছে তৃণমূল। অভিযোগ, গ্রাম থেকে মানুষ যাতে বুথ পর্যন্ত পৌঁছোতে না পারেন, তাই সংযোগকারী সেতু ভেঙে ফেলা হয়েছে। তাতে ভোটাররা সমস্যায় পড়েছেন। যদিও সেতু ভাঙার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। রঘুনাথপুরের পাঁচটি বুথে ইভিএম এবং ভিভিপ্যাটে বিজেপির ট্যাগ লাগানো রয়েছে বলে অভিযোগ তৃণমূলের। নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে রাজ্যের শাসকদল।
মেদিনীপুরের খড়গপুরের ২৬৩ নম্বর বুথে ভোট দিলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলিপ ঘোষ । ভোট দেওয়ার পর তাঁর প্রতিক্রিয়া,’আতঙ্কের ছাপ নেই। মানুষ ঘর ছেড়ে বেরনোর সাহস পেয়েছেন। কমিশনের উদ্যোগে দেওয়া কেন্দ্রীয় বাহিনীর সুষ্ঠু প্রয়োগ দেখলাম খড়গপুরে ভোট দিতে গিয়ে। নির্বিঘ্নে ভোট করাচ্ছেন আধিকারিকরা। স্বতঃস্ফূর্ত মেজাজ প্রত্যেকের। এই সেরসা স্টেডিয়ামেই খেলেছেন ভারত বরেন্য মহেন্দ্র সিং ধোনি। সেই ঐতিহাসিক স্টেডিয়ামই আমার ভোটকেন্দ্র। আরও মানুষ বেরিয়ে আসুন। গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আবেদন জানাই।’
বিকেল ৫ টা পর্যন্ত পশ্চিমবঙ্গের ৮ আসনে গড়ে ভোট পড়েছে প্রায় ৭৮ শতাংশ । ভোটদানের হারে এগিয়ে বিষ্ণুপুর। এই কেন্দ্রে ভোট পড়েছে ৮১.৪৭ শতাংশ। তার পরেই আছে ঝাড়গ্রাম । এখানে ভোট পড়েছে ৭৯.৬৮ শতাংশ । এছাড়া তমলুকে ৭৯.৭৯ শতাংশ, কাঁথিতে ৭৫.৬৬ শতাংশ, ঘাটালে ৭৮.৯২ শতাংশ, বাঁকুড়াতে ৭৬.৭৯ শতাংশ, মেদিনীপুরে ৭৭.৫৭ শতাংশ এবং পুরুলিয়াতে ৭৪.০৯ শতাংশ ভোট পড়েছে ।।