এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০১ নভেম্বর : রাজ্যে রাজনৈতিক হিংসা অব্যাহত রয়েছে । তবে বর্তমানে ‘সেম সাইড’ হামলা অর্থাৎ তৃণমূলের উপর তৃণমূলের হামলার ঘটনা খবরের শিরোনামে । কালীপুজোর উদ্বোধন করে ফেরার পথে আক্রান্ত হয়েছেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। তার উপরে হামলায় অভিযোগের আঙুল উঠেছে হাটগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান আবদুল কাদের মোল্লা ও তার দলবলের বিরুদ্ধে । পাশাপাশি হাড়োয়ায় কালীপুজোর অনুষ্ঠান থেকে ফেরার পথে আক্রান্ত হয়েছেন মিনাখাঁর তৃণমূল বিধায়ক ঊষারানি মণ্ডল। এই দুই ঘটনার প্রতিবেদনের স্ক্রীন শর্ট শেয়ার করে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল মন্তব্য করেছেন, ‘রাজ্যের পরিস্থিতি দিনকে দিন বিপজ্জনক হয়ে উঠছে।’
তৃণমূলের ‘সেম সাইড’ হামলার প্রতিক্রিয়ায় অগ্নিমিত্রা পাল নিজের ফেসবুক পেজে লিখেছেন,’দিকে দিকে তৃণমূলের নেতৃত্বের উপর হামলা, পিছনে তৃণমূলী নেতারাই। তৃণমূলের বিধায়কদেরই নিরাপত্তা নেই। পরিস্থিতি দিনকে দিন বিপজ্জনক হয়ে উঠছে। তৃণমূলের অপরাধ বেড়েই চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে দুর্নীতি-খুন- ধর্ষণ-অপহরণ-হুমকি একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। ফলে জনরোষ বাড়ছে।’
তিনি আরও লিখেছেন,’সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো জানিয়েছেন, ন্যাজাটে একটি কালীপুজোর উদ্বোধন সেরে ফিরছিলেন তিনি। সঙ্গে ছিলেন দলের ব্লক সভাপতি সহ একাধিক অনুগামী। কয়েকজন বাইকে চেপে ফিরছিলেন। সেই সময় গাড়িতে হামলা চলে। শেখ আইজুল মোল্লা সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তিনি। আব্দুল কাদের মোল্লার দাবি, অনেকেরই ক্ষোভ রয়েছে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। তিনি বলেন,’বিধায়ক আইসিডিএস-এর হেল্পারের ইন্টারভিউতে প্রোমোশন দেওয়ার নাম করে টাকা চেয়েছেন। তারপর কাজ না হওয়ায় অনেকেই বিধায়কের অফিসে যান, তাঁদের ঢুকতে দেওয়া হয় না। এই সব ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। আমি যতদূর জেনেছি, কয়েকজন বিধায়কের সঙ্গে কথা বলতে চেয়েছিল। উনি গাড়ির কাচ নামাননি। তখন হামলা চালানো হয়। গোলমাল ভাগাভাগির। কোনও আদর্শের সংঘাত নয়।’।