দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১২ মার্চ : শনিবার ছিল মাধ্যমিকের জীবনবিজ্ঞান পরীক্ষা । এক ছাত্রী পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা শুরুর আগেই অসুস্থ হয়ে পড়ে । তার পরীক্ষা দেওয়া নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয় । শেষে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশের তৎপরতায় হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিল ওই অসুস্থ ছাত্রী । জানা গেছে,ছাত্রীর নাম রিম্পা খাতুন । ভাতার থানার বামশোর গ্রামের বাসিন্দা মেয়েটি বামশোর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী । ভাতার গার্লস হাইস্কুল পরীক্ষাকেন্দ্র থেকে এবারে সে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে । রিম্পার মা জহিমা বেগম জানিয়েছেন,শুক্রবার বিকেল থেকেই তাঁর মেয়ে শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করছিল । এদিন পরীক্ষা দিতে এসে মেয়ে ফের অসুস্থ হয়ে পড়ে ।
জানা গেছে,এদিন পরীক্ষা শুরুর বেশ কিছুক্ষন আগেই পরীক্ষাকেন্দ্রের গেটের সামনে অপেক্ষা করছিল রিম্পা খাতুন নামে ওই ছাত্রী । সেই সময় সে অসুস্থ হয়ে পড়ে । ভাতার থানার ওসি সৈকত মণ্ডল জানিয়েছেন,ওই পরীক্ষার্থীকে তড়িঘড়ি হাসপাতালে এনে চিকিৎসা করিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হয় । কিন্তু পরীক্ষাকেন্দ্রে এসে ফের সে অসুস্থ হয়ে পড়লে শেষে হাসপাতালের বেডে তার পরীক্ষার ব্যাবস্থা করা হয় । চিকিৎসকরা জানিয়েছেন,পরীক্ষা নিয়ে ভীতির কারনেই ওই পড়ুয়া সাময়িক অসুস্থ হয়ে পড়েছে ।।