এইদিন ওয়েবডেস্ক,ভুবনেশ্বর,২৯ জানুয়ারী : নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ অফিসার গুলি চালালো ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাসের উপর । মন্ত্রীর বাম দিকের বুকে গুলি লেগেছে । তাঁকে বর্তমানে স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা হচ্ছে । যদিও গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই অচেতন হয়ে যান তিনি ৷ মন্ত্রীর অবস্থা কিছুটা স্থিতিশীল হলে উন্নত চিকিৎসার জন্য বিমানে ভুবনেশ্বরে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে । অন্যদিকে অভিযুক্ত এএসআই গোপাল দাসকে গ্রেফতার করা হয়েছে ।
জানা গেছে,রবিবার ঝাড়সুগুদা জেলার ব্রজরাজনগরের গান্ধী চকের কাছে একটি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাস । দুপুর প্রায় সাড়ে ১২ টা নাগাদ তিনি গাড়ি থেকে নামতেই নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের এএসআই গোপাল দাস মন্ত্রীকে লক্ষ্য করে হঠাৎ তার সার্ভিস রিভালবার দিয়ে ৩-৪ রাউন্ড গুলি চালিয়ে দেন । তার মধ্যে একটি গুলি মন্ত্রীর বুকে এসে লাগে । তাঁকে বাঁচাতে গিয়ে এক নিরাপত্তা রক্ষীও গুলিবিদ্ধ হয়েছেন বলে অসমর্থিত সূত্রের খবর ।
দেখুন ভিডিও :-
ব্রজরাজনগর সাব ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) গুপ্তেশ্বর ভোই জানান, পুলিশের এএসআই গোপাল দাস হঠাৎ তার সার্ভিস রিভলবার থেকে মন্ত্রীর ওপর গুলি চালান। অভিযুক্তকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এএসআইয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।তদন্তের পর মামলার বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন এসডিপিও।
এদিকে অভিযুক্ত এএসআইয়ের স্ত্রী দাবি করেছেন, তাঁর স্বামী মানসিকভাবে অসুস্থ এবং তার চিকিৎসা চলছে ।।