এইদিন ওয়েবডেস্ক,দোহা,০৩ ডিসেম্বর : গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ৩-২ গোলে হেরে বিশ্বকাপে থেকে বিদায় নিয়েছে সার্বিয়া । তার পরেই সার্বিয়ার ২২ বর্ষীয় স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচকে (Dusan Vlahovic) ঘিরে নতুন একটি বিতর্কের জন্ম নিয়েছে । অভিযোগ,বিশ্বকাপে খেলতে গিয়ে দলের গোলরক্ষকের স্ত্রীর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন দুসান ভ্লাহোভিচ । সার্বিয়ার এক নম্বর গোলরক্ষক প্রেদ্রাগ রাজকোভিচের(Predrag Rajkovic)স্ত্রী আনা ক্লার্কের সঙ্গে রাত্রিবাসেরও অভিযোগ উঠেছে ভ্লাহোভিচের বিরুদ্ধে । যদিও ভ্লাহোভিচ এই অভিযোগ অস্বীকার করেছেন । এদিকে এনিয়ে বিতর্কের সৃষ্টি হচ্ছে দেখে সাফাই দিতে সাংবাদিক সম্মেলন করেন দুসান ভ্লাহোভিচ । তিনি বলেছেন,’এভাবে সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হওয়ায় আমি দুঃখিত। কিন্তু এ ব্যাপারে আমায় মুখ খুলতেই হবে । কারণ আমার নামে কিছু নোংরা খবর ছড়ানো হচ্ছে । সাধারণত এই ধরনের বিষয়গুলি আমি খুব একটা পাত্তা দিইনা। আসলে যারা এসব লেখে, তাদের কাছে আর কোনো কাজ নেই। ওরা হয় হতাশ, না হয় খুব রেগে গেছে। তবু দলের স্বার্থে আমাকে মুখ খুলতেই হচ্ছে। একটা কথাই বলতে পারি, অত্যন্ত জঘন্য কথা লেখা হচ্ছে। আমি এর থেকে নিজের নাম সরাতে চাই।’
প্রসঙ্গত,সম্প্রতি দুসানের ছেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল । তাকে হাসপাতালে ভর্তি করেছিলেন দুসানের স্ত্রী তাদিজা। এই বিষয়ে অভিমানের সুরে দুসান ভ্লাহোভিচ বলেছেন,’এর থেকেও খারাপ সময় দেখেছি আমরা। তখন সবাই আমাদের উপেক্ষা করেছে। তাদিজা কেমন আছে সেই খেয়াল কেউ রাখেনি। হয়তো ওরা ভেবেছে এসব লিখলে আহত বাঘকে আর একটু খোঁচা দেয়া যাবে। কিন্তু এসব করে কিছু লাভ হবে না ।’।