এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,০৬ সেপ্টেম্বর : ফের একবার পিছিয়ে গেল মাটিগাড়ার নাবালিকা ছাত্রী ধর্ষণ ও খুনের ঘটনায় একমাত্র অভিযুক্ত মহম্মদ আব্বাসের সাজা ঘোষণার দিন । বুধবার মহম্মদ আব্বাসকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। আজ শুক্রবার সাজা ঘোষণার কথা ছিল । সকাল থেকে আদালতের রায়ের দিকেই নজর ছিল শহরবাসীর । প্রচুর মহিলা ও পুরুষ শিলিগুড়ির এডিজে-১ এবং পকসো আদালতের সামনে জড়ো হয়ে অভিযুক্তের ফাঁসির দাবিতে সরব হন । ফাঁসির সাজার আবেদন করেন সরকারি পক্ষের আইনজীবীও । তবে আজ সাজা ঘোষণা করা হয়নি । আগামী কাল,শনিবার বিকেল ৩ টের সময় সাজা ঘোষণা হবে বলে জানা গেছে ।
আদালত সূত্রে খবর,ঘটনাটি ঘটে ২০২৩ সালের ২১ আগস্ট । শিলিগুড়ি সংলগ্ন দার্জিলিঙ মোড় এলাকার একটি নেপালি স্কুলে একাদশ শ্রেনিতে পড়াশোনা করতো নিহত ছাত্রী । স্কুল থেকে বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হয়ে যায় । ওইদিন বিকেলের দিকে শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার রবীন্দ্রপল্লী এলাকায় একটি পরিত্যক্ত ঘরের মধ্যে মেয়েটির মুখ থেঁতলানো দেহ উদ্ধার করে মাটিগাড়া থানার পুলিশ । ঘটনাস্থল থেকে উদ্ধার হয় ধর্ষক-ঘাতক মহম্মদ আব্বাসের সাইকেলটি । এই সাইকেলই তাকে ধরিয়ে দেয় । তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলে পুলিশের নজরে পড়ে ওই সাইকেলের পিছনে কিছু রেখে বসিয়ে নিয়ে যাচ্ছে মোহম্মদ আব্বাস । পরে ঘটনার ৬ ঘন্টার মধ্যে অভিযুক্ত মহম্মদ আব্বাসকে পুলিশ গ্রেফতার করে ।
সরকারি আইনজীবী বলেন,’মেয়েটিকে ধর্ষণের পর খুন করে অভিযুক্ত । প্রমান লোপাট করতে ইট দিয়ে তার মুখ থেকে থেঁতলে দেয় । ধর্ষণ এবং খুনের ঘটনাটি অত্যন্ত ঠান্ডা মাথায় সে করেছে । তারপর সে বাড়িতে গিয়ে যথারীতি ঘুমায় । সেই অবস্থায় পুলিশ তাকে গ্রেফতার করে । ঘাতকের মধ্যে অনুশোচনার কোন ছিটেফোঁটা নেই । এই ঘটনা যদি বিরল থেকে থেকে বিরলতম ঘটনা যদি না হয় তাহলে কোন ঘটনা হবে ?’ তিনি আরো বলেছেন,’এই ধরনের আসামিরা যদি কুড়ি পঁচিশ বছর কারাদণ্ডের পর যদি ছাড়া পেয়ে যায় তাহলে তা সমাজের কাছে একটা খারাপ সংকেত যাবে । সেই কারণে আমি আদালতের কাছে অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়েছি ।’ গত জানুয়ারি মাস থেকে মামলার শুনানি শুরু হয়। গত বুধবার মহম্মদ আব্বাসকে দোষী সাব্যস্ত করেছিল আদালত।আজ সাজা ঘোষণার কথা ছিল । অপরাধীর তরফে আইনজীবী আদালতকে জানান, দোষী সাব্যস্ত যুবকের বাড়িতে বৃদ্ধা মা রয়েছে। তাঁকে ফাঁসির সাজা দিলে গোটা পরিবার ভেসে যাবে, তাই ফাঁসির সাজা থেকে বিরত থাকা হোক। এই পরিস্থিতিতে শিলিগুড়ি আদালতের অ্যাডিশনাল সেশনস জাজ কোর্টের (পকসো) বিচারক অনিতা মেহেত্রা মাথুর বিভিন্ন জাজমেন্ট খতিয়ে দেখার জন্য একদিন সময় নিয়েছেন । শনিবার বিকাল ৩ টে নাগাদ তিনি সাজা ঘোষণা হবে বলে আদালত সূত্রে জানা গেছে ।।