এইদিন ওয়েবডেস্ক,রাজস্থান,২৮ নভেম্বর : কানে সোনার দুল,পরনে গেরুয়া পোশাক,মাথায় গেরুয়া পাগড়ি,এক নজরে মনে হবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কার্বন কপি । রাজস্থানের তিজারা আসনে বিজেপি প্রার্থী মহন্ত বালকনাথ যোগীকে নিয়ে এখন জোর চর্চা চলছে রাজ্য জুড়ে । যোগী আদিত্যনাথ ও মহন্ত বালকনাথ যোগী – দু’জনেই নাথ সম্প্রদায়ের সন্নাসী । পরস্পরের মধ্যে রয়েছে ঘনিষ্ঠ যোগাযোগ । বালকনাথের কথাবার্তা ও আচার আচরণে স্পষ্ট ধরা পড়ে যোগী আদিত্যনাথের ছাপ। এমনকি যোগী আদিত্যনাথকে নিজের আদর্শ বলে মনে করেন মহন্ত বালকনাথ ।
এখন যেভাবে ২০১৭ সালে নরেন্দ্র মোদী ও অমিত শাহরা আচমকা আদিত্যনাথকে দিল্লি ডেকে পাঠিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন, ঠিক তেমনি এবারের রাজস্থানের বিধানসভার ফলাফল ঘোষণা পর বাবা বালকনাথকে মুখ্যমন্ত্রী করে তাঁরা দেশকে চমকে দিতে পারেন বলে মনে করছেন অনেকে । তবে সাংবাদিকদের বারবার প্রশ্ন স্বত্ত্বেও মুখ্যমন্ত্রীর পদ নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি রাজস্থানের ‘যোগী আদিত্যনাথ’ মহন্ত বালকনাথ যোগী ।
রাজস্থানের ওবিসি সম্প্রদায়ে জন্ম বালকনাথের । রাজস্থানের আলওয়ারার(Alwar) বাবা মস্তনাথ মঠের অষ্টম মহন্ত তিনি । ২০১৬ সালের ২৯ জুলাই বাবা রামদেব উপস্থিতে মহন্ত বালকনাথ যোগীকে উত্তরসূরি হিসেবে ঘোষণা করেন মঠের সপ্তম মহন্ত চন্দনাথ যোগী । তখন থেকেই বাবা মস্তনাথ বিশ্ববিদ্যালয়ের (BMU) চ্যান্সেলর পদে রয়েছেন মহন্ত বলকনাথ যোগী । ২০১৯ সালে রাজস্থানের আলওয়ারায় বালকনাথ যোগীকে টিকিট দেয় বিজেপি । কংগ্রেসের ঘাঁটি বলে পরিচিত আলওয়ারার কংগ্রেস প্রার্থী জিতেন্দ্র সিংকে নির্বাচনে হারিয়ে মোদী-শাহের নেক নজরে চলে আসেন বালকনাথ । এবারের রাজস্থানের বিধানসভা নির্বাচনেও অঘোষিতভাবে মহন্ত বালকনাথ যোগীকে সামনে রেখেই ভোটে লড়ে গেরুয়া শিবির । রাজস্থানের তিজারা আসনে বিজেপি প্রার্থী মহন্ত বালকনাথ যোগী । প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী ইমরান খানকে পরাজিত করার বিষয়ে এক প্রকার নিশ্চিত তিনি । এখন রাজস্থানে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলে মহন্ত বালকনাথ যোগীকেই সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসাবে ধরা হচ্ছে । বিজেপির আশা যে যেভাবে ২০১৭ সালে মুখ্যমন্ত্রী হয়ে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে বিরোধীদের নির্মূল করে দিয়েছেন, সেভাবেই বিগত তিন দশক ধরে সরকার বদল হওয়া রাজস্থানের ট্রেন্ড বদলাতে সক্ষম হবে বালকনাথ । এছাড়া রাজস্থানের মুখ্যমন্ত্রীর পদের অন্যতম দাবিদার মহারানী বন্ধুরা রাজে সিন্ধিয়ার উপর খুব একটা আস্থা রাখতে পারেননি মোদী- শাহরা । ফলে রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে একজন ‘যোগী’ বসতে চলেছেন বলে একপ্রকার নিশ্চিত রাজ্যবাসী । আগামী ৩ ডিসেম্বর ফলাফল ঘোষণার পরই তা স্পষ্ট হবে।
প্রসঙ্গত,২০০ আসনের রাজস্থান বিধানসভায় বিজেপির ছিল ৭৩ টি আসন । কংগ্রেস ১০০ এবং অনান্য ২৭ টি আসনে জয়ী হয়েছিল । বিগত ৫ বছরে অশোক গেহলাটের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের বিরুদ্ধে তোষামোদের রাজনীতি ও দূর্নীতির বিস্তর অভিযোগ উঠেছে । দূর্নীতি ইস্যুতে খোদ অশোক গেহলাটের ছেলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের(ইডি) র্যাডারে রয়েছে । ফলে এবারে রাজস্থানের বিধানসভার নির্বাচনে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া ছিল । ভোটও পড়েছে রেকর্ড ৭৪.৬২ শতাংশ । গতবারের থেকে কিছুটা বেশি(৭৪.২৪%) । অভিজ্ঞ মহলের মতে ভোটদানের বৃদ্ধিতেই প্রমানিত যে অশোক গেহলাটের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের পতন একপ্রকার নিশ্চিত ।।