• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

চুপির পাখিরালয়ের ছাড়িগঙ্গা
অবলুপ্ত হওয়ার আশঙ্কা করছেন পর্যটকবাহী নৌকার মাঝিরা

Eidin by Eidin
December 8, 2022
in রাজ্যের খবর
চুপির পাখিরালয়ের ছাড়িগঙ্গাঅবলুপ্ত হওয়ার আশঙ্কা করছেন পর্যটকবাহী নৌকার মাঝিরা
7
SHARES
103
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৮ ডিসেম্বর : পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী সাগর রাজবংশের রাজা ভগীরথ গঙ্গাকে এই পৃথিবীতে এনে ছিলেন । তাই গঙ্গার অপর নাম হয় ভাগীরথী । তিন দর্শকেরও বেশী সময় আগে গঙ্গার গতি পথ ঘুরে যাবার কারনে ’ছাড়িগঙ্গার’ জন্ম হয়। সময় গড়ানোর সাথে সাথে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ২ ব্লকের ’চুপির কাষ্ঠশালির’ সেই ছাড়িগঙ্গাই পাখিদের কাছে প্রিয় স্থান হয়ে ওঠে।চুপির পাখিরালয়ের পরিচিতি এখন দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে।কিন্তু যাকে ঘিরে এত উন্মাদনা সেই ছাড়িগঙ্গা এখন নানা কারণে অবলুপ্ত হতে বসায় দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন পর্যটকবাহী নৌকার মাঝি ও ব্যবসায়ীরা।
শীতের মরশুমে দেশ বিদেশের নানা প্রজাতির পাখি উড়ে এসে জড়ো হয় ছাড়িগঙ্গার চুপির পাখিরালয়ে । সেইসব পাখি দেখার টানে এই রাজ্য সহ দেশ বিদেশের নানা প্রান্তের পর্যটকরা চুপির কাষ্ঠশালির’ ছাড়িগঙ্গায় ছুটে আসেন।পর্যটকদের আগমনের সাথে সাথে রোজগারের পথও খুলে যায় এলাকাবাসী ও নৌকার মাঝিদের। কিন্তু গঙ্গার স্রোতের জল ঢোকা কমে যাওয়ায় এখন ছাড়িগঙ্গা যেন অবলুপ্ত হতে বসেছে বলে দাবি এলাকাবাসীর ।আর তা অাঁচ করেই হয়তো এই বছর শীতে চুপির পাখিরালয়ে পাখিদের আগমন ঘটতি ঘটেছে বলেই এলাকাবাসী ধারণা।পাখিদের ঘাটতি দেখে তাই কার্যতই যেন হতাশ হয়ে পড়েছেন পর্যটকবাহী নৌকার মাঝি ও পর্যটক নির্ভর ব্যবসায়ীরা ।
পূর্বস্থলীর চুপি কাষ্ঠশালীর পাখিরালয়ের একদিকে রয়েছে ছাড়িগঙ্গার বিশাল জলাশয়।
।আর অপর দিকে রয়েছে গাছ গাছালিতে ভরা সবুজের সৌন্দর্য।শীত পড়লেই চীন,তিব্বত,
সাইবেরিয়া,রাশিয়া প্রভৃতি দেশের পাখির আগমন শুরু হয় চুপির পখিরালয়ে। সেইসব পাখিদের নামও গালভরা।রেড ক্রেস্টেড পোচার্ড,পিনটেল,কটন টিল,কমন কুড,সিঁদুর মাথা উইজিয়ন,ব্রোঞ্জ উইন জাকানা,লার্জ ইগ্রেট,গ্রে হেরন এইসব পাখির এখানে দেখা মেলে ।এইসব পাখি দেখার টানে পর্যটকরা এখানে ছুটে আসেন।পাখি দেখতে আসা পর্যটকদের জন্য এখানে তৈরি করা হয়েছে কটেজ সহ পরিযায়ী আবাস।রয়েছে নৌকাবিহারের ব্যবস্থাও।নৌকায় চড়েই বিশাল জলাশয় ঘুরে দেশ বিদেশের পাখি দেখার সাধ মেটান পর্যটকরা।পাখিদের ছবি ক্যামেরা বন্দি করার জন্য পর্যটকরা সারাটা দিন নৌকা বিহারে মত্ত থাকেন।
এত কিছুর পরেও যে কারণে এলাকাবাসী মনে করছেন ছাড়িগঙ্গা অবলুপ্তির পথে চলে যাচ্ছে,তা জানলেও সবাই অবাক হবেন। স্থানীয় বাসিন্দা জয়ন্ত প্রামাণিক বলেন,’একদা পূর্বস্থলীর কাষ্ঠশালি গ্রামের ঠিক পাশ দিয়েই বয়ে যেত ভাগীরথী।তবে বিগত তিন দশকে ভাগীরথী একটু একটু করে কাষ্ঠশালি থেক দুরে সরে গিয়েছে।এমনকি পুরনো মায়াপুরের মণ্ডলপাড়ার সামনের যে চ্যানেল দিয়ে ছাড়িগঙ্গায় ভাগীরথীর জল ঢুকতো সেই জায়গাটি পলিপড়ে মজে গিয়েছে ।পলির মাত্রা এতটাই যে আগামী জানুয়ারী মাসের মধ্যে ওই জায়গা সম্পূর্ণ বুজে যাবার আশঙ্কাও তৈরি হয়েছে।’
এলাকাবাসী এও মনে করছেন,ড্রেজিং করে ওই পলি যদি তুলে ফেলা না হয় তাহলে চ্যানেলটি দিয়ে আগামী দিনে ভাগীরথীর জল ছাড়িগঙ্গায় প্রবেশই করতে পারবে না।কিন্তু সেটা নাকি করা হয় নি। আর তার কারণেই ছাড়িগঙ্গায় জলের গভীরতা অনেক কমে গিয়েছে।এখন চ্যানেলে মাত্র ফুট দুয়েক গভীর জল আছে।তা জানুয়ারীতে শুকিয়ে গেলে সেখানে পুরোপুরি চর পড়েযাবে বলেও এলাকাবাসী মনে করছেন।তাঁদের ধারণা ছাড়িগঙ্গায় জল আসা বন্ধ হয়ে গেলে পাখিও আর আসবে না,পর্যটকরাও আসবেন না। তেমনটা হলে পর্যটক নির্ভর এই এলাকার মানুষের জীবিকাও মুখ থুবড়ে পড়বে“। এলাকার অপর কয়েকজন বাসিন্দার অভিযোগ,’ছাড়িগঙ্গা যত শুকিয়ে যাচ্ছে ততই বাড়ছে মাটি মাফিয়াদের সক্রিয়তা।তারা
এখনই চর দখলের তৎপরতা শুরু করে দিয়েছে ।’ এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করেছেন,’এভাবে চলতে থাকলে ছাড়িগঙ্গার অস্তিত্ব অচিরেই বিলুপ্ত হয়ে যাবে।এলাকাবাসী তাই চান, ড্রেজিং করে পলি সরিয়ে ভাগীরথীর জল আগের মতই ছাড়িগঙ্গায় প্রবেশের ব্যবস্থা করুক সরকার বা প্রশাসন ।
পর্যটকবাহী একটি নৌকার মাঝি রনজিৎ দাস জানান,’নৌকায় পর্যটকদের চুপির পাখিরালয় ঘুরিয়ে দেখানোর জন্য শতাধিক মাঝি রয়েছেন। মূলত শীতের সময়েই দেশী-বিদেশী পর্যটকরা বেশী সংখ্যায় চুপির পাখিরালয় দখতে আসেন।তারা নৌকাবিহার করে পাখি দেখেন,পাখিদের ছবি তোলেন ।পর্যটকদের নৌকাবিহার করিয়েই মাঝিদের রোজগারের সংস্থান হয়।এলাকার ছোট মাঝারি ব্যবসায়ীদেরও রোজগার হয় ।’অপর মাঝি বৃন্দাবন রাজবংশি জানান,আগে মাঝিরা দু’দিক থেকে ছাড়িগঙ্গায় ঢুকতে পারতেন।কিন্তু এখন একটা দিক পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আর অপর দিকে চর পড়ে ডাঙ্গা হয়ে গেছে।তারই মধ্যে ছাড়িগঙ্গার যে টুকু জায়গায় অল্পবিস্তর জল রয়েছে সেই জায়গাও কচুরি পানায় ভরে গিয়েছে।তাই বাধ্য হয়েই কচুরি পানা সরিয়ে সরিয়ে মাঝিদের নৌকা নিয়ে এগিয়ে যেতে হচ্ছে।ছাড়িগঙ্গার এমন করুণ অবস্থা দেখে এখন পর্যটকরাও বিরক্তি প্রকাশ করছেন বলে মাঝি বৃন্দাবন রাজবংশী জানান।
পূর্বস্থলীর বিধায়ক তপন চট্টোপাধ্যায় অবশ্য
ছাড়িগঙ্গা অবলুপ্তির পথে চলে যেতে বসেছে, এই কথা মানতে চাননি । উল্টে তিনি দাবি করেন,এই বছর বৃষ্টি কম হওয়ার কারণে ভাগীরথীর জল এখন চৈত্র বৈশাখ মাসের মত হয়ে রয়েছে। ভাগীরথীর জল এত কম থাকাটাআগে কখনও হয়নি।ভাগীরথীতে জল কমার কারণে ছাড়িগঙ্গাতে জল ঘাটতি ঘটেছে। বিধায়ক এও দাবি করেন, ছাড়িগঙ্গায় এমন কিছু পলি পড়েনি। জল বাড়লেই পলি সরে যাবে । আর কচুরি পানায় গোটা ছাড়িগঙ্গা ভরে গেছে এই অভিযোগও বিধায়ক মানতে চাননি।তিনি বলেন,পাখিদের ডিম পাড়ার প্রয়োজনে ছাড়িগঙ্গার কিছু জায়গায় কচুরিপানা তো রাখতেই হবে।একই সঙ্গে বিধায়ক তপন চট্টোপাধ্যায় জানিয়েছেন,চুপির পাখিরালয়ের কাছেই ২ একর খাস জমি পাওয়া গিয়েছে।আরো পর্যটক টানতে
ওই জায়গায় পর্যটক আবাস ,ফুলের বাগান ও পার্ক তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।।

Previous Post

নায়িকার পা চেটে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন চলচ্চিত্র নির্মাতা রাম গোপাল ভার্মা

Next Post

গুজরাটে গেরুয়া ঝড়, হিমাচল প্রদেশে একক গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় কংগ্রেস

Next Post
গুজরাটে গেরুয়া ঝড়, হিমাচল প্রদেশে একক গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় কংগ্রেস

গুজরাটে গেরুয়া ঝড়, হিমাচল প্রদেশে একক গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় কংগ্রেস

No Result
View All Result

Recent Posts

  • ভাতারে দুর্ঘটনার কবলে বরযাত্রী বোঝাই বাস, আহত বেশ কয়েকজন 
  • সিডনির ‘হানুক্কা গণহত্যা’ অস্ট্রেলিয়ার ইহুদি -বিদ্বেষের নাটকীয় উত্থানকে তুলে ধরে
  • মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর সঙ্গে বাংলাদেশের জামাত ইসলামি ও হেফাজত ইসলামের যোগাযোগ আছে : চাঞ্চল্যকর দাবি করলেন শুভেন্দু অধিকারী 
  • কংগ্রেসের তোলা “ভোট চুরি”র বিষয়টির সঙ্গে ইন্ডি জোটের কোনো সম্পর্ক নেই : বললেন  মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ 
  • দায়িত্ব পালনের সময় ডাকাত দলের হাতে নৃশংসভাবে খুন কুড়িগ্রামের নৈশপ্রহরী তপন কুমার সরকার 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.