জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর,০১ জানুয়ারী : বছরের শুরুতেই দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালিত হল । উল্লেখ্য, রাজ্যজুড়ে পথ দুর্ঘটনা কমাতে ২০১৬ সালে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালনের উদ্যোগ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শনিবার, নতুন বছরের শুরুতেই দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে বংশীহারী থানার পুলিশের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি উপলক্ষে শহর জুড়ে একটি সচেতনতামূলক বাইক ও সাইকেল র্যালি বের করা হয় ৷ র্যালিটি সারা শহর পরিক্রমা করে । বুনিয়াদপুর বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে নীল-সাদা বেলুন এবং পায়রা উড়িয়ে একাধিক পথ সচেতনতার বার্তা দেন প্রশাসনিক আধিকারিকরা ।
এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন,গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য, ডিএসপি ট্রাফিক বিল্লা মঙ্গল সাহা, বংশীহারী থানার আইসি মনোজিৎ সরকার, হরিরামপুর থানার ওসি জয়ৎপল বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা ।।