শেখ মিলন ও আমিরুল ইসলাম,ভাতার ও মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),০৮ জুলাই : বৃহস্পতিবার ‘সেফ ড্রাইভ সেফ লাইফ’ কর্মসূচি পালন করল পূর্ব বর্ধমান জেলার ভাতার ও মঙ্গলকোট থানার পুলিশ । এই উপলক্ষে এদিন দুই থানার তরফ থেকে র্যালি বের করা হয় । সচেতনতামূলক বিভিন্ন বার্তা লেখা প্লাকার্ড হাতে ওই র্যালিতে হাঁটতে দেখা যায় পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার্সদের । পাশাপাশি চলে সচেতনতামূলক প্রচার ।
পথ দুর্ঘটনায় লাগাম টানতে ২০১৬ সালের ৮ জুলাই ‘সেভ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি ঘোষনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তারপর থেকে প্রতিবছর এই দিনে পালিত হয়ে আসছে বিশেষ এই কর্মসূচি । ‘সেফ ড্রাইভ সেফ লাইফ’-এর সচেতনতামূলক প্রচার ও পুলিশের কড়া নজরদারির কারনে অনেকাংশে পথদূর্ঘটনা রোধ করা সম্ভব হয়েছে বলে প্রশাসনিকভাবে দাবি করা হয় ।
এদিন ‘সেফ ড্রাইভ সেফ লাইফ’ কর্মসূচির পঞ্চমতম বর্ষে পদার্পন করল । তাই রাজ্যের থানাগুলির পক্ষ থেকে এই দিনটি বিভিন্নভাবে পালন করা হল ।
এদিন সকালে ভাতার থানার ওসি প্রনব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থানা থেকে একটি র্যালি বের হয় । থানার পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার্সরা তাতে অংশগ্রহন করে । সচেতনতামূলক বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে ভাতার বাজার পরিক্রমা করে র্যালিটি । সেই সঙ্গে চলে মাইকে সচেতনতামূলক প্রচার । অন্যদিকে মঙ্গলকোট থানার ওসি পিন্টু মুখোপাধ্যায়ের নেতৃত্বে এদিন পুলিশ কর্মীদের একটি বাইক র্যালি বের হয় । মঙ্গলকোট থানা থেকে র্যালিটি শুরু হয়ে নতুনহাট বাজার পরিক্রমা করে । ফের থানায় এসে র্যালিটি শেষ হয় ।
দুই থানার পক্ষ থেকে হেলমেট পড়ে বাইক চালানো, যানবাহনের গতি নিয়ন্ত্রণে রাখা, দু’জনের বেশি বাইকে না চড়া এছাড়া চারচাকা গাড়ির যাত্রীদের সর্বদা সিট বেল্ট বেঁধে রাখা ও ট্রাফিক আইন মেনে যানবাহন চালানোর বার্তা দেওয়া হয় । সচেতনতামূলক প্রচারের পাশাপাশি এদিন মঙ্গলকোট থানার পুলিশের পক্ষ থেকে মাস্কবিহীন পথচারীদের হাতে মাস্ক তুলে দেওয়া হয় ।।