এইদিন ওয়েবডেস্ক,মস্কো,১৪ এপ্রিল : ভয়াবহ বিস্ফোরণে কৃষ্ণ সাগরে ডুবে গেল রাশিয়ার যুদ্ধজাহাজ মস্কোভা ৷ ইউক্রেনীয় সামরিক বাহিনী জেমেইজি (Zmeinii) দ্বীপের কাছে রাশিয়ান নৌবাহিনীর ১১৬৪ আটলান্ট ক্রুজার মস্কোভাকে দুটি নেপটন অ্যান্টি-শিপ মিসাইল দিয়ে আঘাত করেছে বলে দাবি করেছেন ওডেসার(Odesa) গভর্নর ম্যাকসিম মার্চেনকোর(Maksym Marchenko) । তিনি টেলিগ্রামে লিখেছেন,’ব্ল্যাক সাগর পাহারা দেওয়া রাশিয়ান জাহাজের খুব গুরুতর ক্ষতি করেছে নেপচুন ক্ষেপণাস্ত্র । ইউক্রেনের গৌরব !’ পাশাপাশি তিনি বলেন,’যেটা জানা যাচ্ছে ‘গুরুতর ক্ষতির’ কারণ ছিল ‘নেপচুন’ ডোমেস্টিক ক্রুজ মিসাইল ।’
এদিকে বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আগুন লেগে গোলাবারুদ বিস্ফোরণে রুশ নৌবাহিনীর ব্ল্যাক সি ফ্ল্যাগশিপ “গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে । আগুনের কারণ নির্ধারণ করা হচ্ছে এবং ক্রুদের সরিয়ে নেওয়া হয়েছে ।’
মস্কভা মূলত ইউক্রেনের মাইকোলাইভে সোভিয়েত যুগে নির্মিত হয়েছিল । আশির দশকের শুরুতে এটি নৌসেনাবাহিনীতে অন্তভূক্ত হয় । ৫১০ জনের একটি ক্রু সহ এটি পূর্বে সিরিয়া যুদ্ধে মোতায়েন করা হয়েছিল যেখানে এটি রাশিয়ান বাহিনীর হামিমিম এয়ারবেসের (Hmeimim airbase) জন্য নৌ সুরক্ষা হিসাবে কাজ করেছিল ৷ মিসাইল ক্রুজারটি ১৬ পি-১০০০ ভলকান অ্যান্টি-শিপ মিসাইলের পাশাপাশি অ্যান্টি-সাবমেরিন এবং মাইন-টর্পেডো অস্ত্র বহন করে । ইউক্রেন যুদ্ধের সময় এই যুদ্ধজাহাজটিকে কৃষ্ণ সাগরে স্নেক আইল্যান্ডে মোতায়েন করা হয় ।।