এইদিন ওয়েবডেস্ক,২৩ এপ্রিল : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়ল এবার আধ্যাত্মিক জগতে । আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আধ্যাত্মিক গুরু বলে পরিচিত মস্কোর প্যাট্রিয়ার্ক কিরিলের(Patriarch Kirill) সাথে দেখা করতে অস্বীকার করেছেন পন্টিফেক্স পোপ(Pontifex Pope) । আগামী মাসে তাঁদের জেরুজালেমে দেখা হওয়ার কথা ছিল । কিন্তু বৈঠকটি বাতিল করা হয়েছে হয়েছে বলে জানা গেছে । যদিও এই বিষয়ে পন্টিফেক্স পোপের তরফ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয় ।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দু’মাসে পড়ল । কিন্তু যুদ্ধ থামার কোনও লক্ষ্মণই দেখা যাচ্ছে না । বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) জানিয়েছে,২৪ ফেব্রুয়ারী থেকে ১৬ এপ্রিল পর্যন্ত রুশ সেনা ইউক্রেনের ১৬২ টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে আক্রমন চালিয়েছে । তার ফলে ৭৩ জন মারা গেছে এবং ৫২ জন আহত হয়েছে ৷ এদিকে রাশিয়া মারিউপোলে(Mariupol) রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ওএসসিই-তে মার্কিন রাষ্ট্রদূত মাইকেল কার্পেন্টার(Michael Carpenter) । তিনি বলেন,’ইউক্রেনের যোদ্ধা এবং নাগরিকদের আগ্রাসী মনোভাব রুখতে এই সমস্ত অস্ত্রগুলি ব্যবহার করেছে রুশ সেনা ।’
অন্যদিকে রাশিয়া দাবি করেছে তারা ইউক্রেনের মারিউপোল শহরে আজভ বাহিনীর একটি ঘাঁটি থেকে মার্কিন যুদ্ধাস্ত্রের গোপন ম্যানুয়াল (ক্লাসিফায়েড ম্যানুয়াল) খুঁজে পেয়েছে । শুক্রবার রুশ সংবাদমাধ্যম স্পুতনিক নিউজের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি আজভ বাহিনীর একটি ঘাঁটি দখল নেওয়ার পরেই ইউক্রেনীয়, রুশ এবং ইংরেজি ভাষায় লেখা ওই গোপন ম্যানুয়ালটি খুঁজে পায় রুশ সেনারা । সামরিক অভিযান শুরুর পর মস্কোর আপত্তি সত্ত্বেও পশ্চিমা দেশগুলো ইউক্রেনে দীর্ঘদিন ধরে যেসব অস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম পাঠাচ্ছে, নথিতে তার তথ্য রয়েছে। নথিতে রুশ সেনাদের বিরুদ্ধে অভিযান ও পুনরুদ্ধার কার্যক্রম পরিচালনার নির্দেশাবলি রয়েছে । এ নথি রুশ বাহিনীর হাতে পড়ার আগেই ধ্বংস করার কথা ছিল। কিন্তু আজভ যোদ্ধারা তা করতে ব্যর্থ হয়েছিলেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে ।
পাশাপাশি ইউক্রেনে অভিযানের সময় ক্ষেপণাস্ত্র হানায় কৃষ্ণসাগরে ডুবে যাওয়া রাশিয়ার প্রধান যুদ্ধজাহাজ মস্কোভার হতাহতের সংখ্যা প্রকাশ করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় । তাঁদের দাবি,ওই ঘটনায় একজন নাবিক নিহত হয়েছেন । ৩৯৬ নাবিককে উদ্ধার করা হয়েছে । এখনও নিখোঁজ রয়েছে ২৭ নাবিক ।।