এইদিন ওয়েবডেস্ক, ক্যালিফোর্নিয়া,০১ অক্টোবর : বিখ্যাত টেসলা গাড়ি নির্মাতা কোম্পানির চেয়ারম্যান ইলন মাস্ক তার কোম্পানির উৎপাদিত সবচেয়ে উন্নত রোবটটি নিয়ে এসেছেন। ক্যালিফোর্নিয়ায় রাজ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামে একটি প্রদর্শনী চলছে। এতে অংশগ্রহণকারী টেসলার সিইও ইলন মাস্ক ‘অপ্টিমাস’ (Optimus) নামে একটি আধুনিক রোবট উদ্বোধন করেন।
তার পরিচয়ের পর, মঞ্চে বসে থাকা ‘অপ্টিমাস’ রোবটটি দর্শকদের উদ্দেশে হাত নেড়ে অভ্যর্থনা জানিয়েছিল। ইলন মাস্ক ‘অপ্টিমাস’ রোবটের বিশেষ প্রকৃতি বর্ণনা করেছেন । তিনি বলেন, খুব কম খরচে অত্যন্ত সক্ষম রোবট তৈরির স্বপ্ন পূরণ হয়েছে। অফিস, ঘরের কাজ করবে ‘অপ্টিমাস’ রোবট। রোবোটটি ১৬ লক্ষ টাকায় বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।’।