এইদিন স্পোর্টস নিউজ,১১ সেপ্টেম্বর : এবারের উইমেন’স ওয়ানডে বিশ্বকাপ ঐতিহাসিক হতে চলেছে । কারন বিশ্বকাপের ম্যাচ রেফারি ও আম্পায়ারের দায়িত্ব মহিলাদের উপরেই দেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি । আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই ঘোষণা করেছে ।ওয়ানডে বিশ্বকাপের জন্য সম্পূর্ণ মহিলা কর্মকর্তাদের তালিকাও ঘোষণা করা হয়েছে । সব ম্যাচ অফিসিয়ালি মহিলাদের উপর দায়িত্ব দেওয়া ওয়ানডে বিশ্বকাপে এক অর্থে নজিরবিহীন ।
পাশাপাশি উইমেন’স ওয়ানডে বিশ্বকাপে প্রাইজমানিতেও বৈপ্লবিক পরিবর্তন এনেছে আইসিসি। নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি সহ সামগ্রিক অর্থ পুরস্কার রাখা হয়েছে ছেলেদের গত ওয়ানডে বিশ্বকাপের চেয়েও বেশি।
সব নারী ম্যাচ অফিসিয়াল দিয়ে এর আগে কমনওয়েলথ গেমস ও দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিচালনা করা হয়েছে। ওয়ানডে বিশ্বকাপে সেই ধারার সূচনা হচ্ছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠিত ম্যাচের মধ্য দিয়ে । ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে যৌথ আয়োজক ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে লড়াইয়ের মাধ্যমে টুর্নামেন্টটি শুরু হবে। আম্পায়ারিং প্যানেলে রয়েছেন প্রাক্তন ভারতীয় খেলোয়াড় বৃন্দা রাঠি, এন জনানি এবং গায়ত্রী ভেনুগোপালন। প্রথম মহিলা ম্যাচ রেফারি জিএস লক্ষ্মী, যিনি একজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, তিনি চার সদস্যের ম্যাচ-রেফারি প্যানেলের অংশ হবেন।।