এইদিন ওয়েবডেস্ক, আউশগ্রাম, (পূর্ব বর্ধমান) ৩১ মে: হরিনাম সংকীর্তনের আসরের মধ্যেই রক্তদান শিবির। রক্তসংকট মেটাতে এমনই অভিনব ভাবনা গ্রামবাসীদের। আর এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে।পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানার ভাল্কি গ্রামবাসীরা এই ধরনের উদ্যোগ নিয়েছেন। এদিন শুক্রবার দেখা যায় ভাল্কি বারোয়ারিতলায় একদিকে চলছে ২৪ প্রহর হরিনাম সংকীর্তনের আসর। তার কিছুটা দূরেই চলছে রক্তদান শিবির।
জানা গিয়েছে ভাল্কি গ্রামে প্রতিবছরই ২৪ প্রহর ব্যপী হরিনাম সংকীর্তন আসরের আয়োজন করেন গ্রামবাসীরা। পুজোর্চনার পাশাপাশি মচ্ছবের আয়োজন করা হয়। ভাল্কি গ্রামের পাশাপাশি আশপাশের গ্রামের মানুষ এই উৎসবে অংশগ্রহণ করেন। তবে এবছর নতুন সংযোজন রক্তদান শিবির। বারোয়ারি কমিটির সঙ্গে রক্তদান শিবিরে সহযোগিতা করে বঙ্গ নওজোয়ান নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
দেখুন ভিডিও 👇
কিন্তু কেন এই উদ্যোগ? বঙ্গ নওজোয়ানের সম্পাদক সৌভিক বন্দ্যোপাধ্যায় বলেন,” এমনিতেই প্রতিবছরই গ্রীষ্মের সময় রক্তসংকট থাকে। তার উপর এখন নির্বাচন চলছে। ফলে বিভিন্ন রাজনৈতিক দলগুলি নির্বাচন কমিশনের বিধি মেনে রক্তদান শিবিরের আয়োজন করতে পারছে না। ফলে আরও রক্তসংকট তৈরি হয়েছে। তাই গ্রামবাসীদের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।”জানা গিয়েছে, এদিন বেশকিছু মহিলা সহ প্রায় ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন।।