এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,১২নভেম্বর : দুটি ছোট পিক আপ ভ্যানেতে গাদাগাদি করে গরু চাপিয়ে পাচার করছিল দুষ্কৃতীরা । অবলা প্রাণীগুলির সঙ্গে এমন বর্বরতা নজর এড়ায়নি স্থানীয় বাসিন্দাদের । তারা দুটি পিক আপ ভ্যান আটকে কাগজপত্র দেখতে চায় । কিন্তু পাচারকারীরা চারটি গরুর বৈধ কাগজ দেখাতে পারলেও বাকি গরুগুলির জন্য কোনও বৈধ কাগজ দেখাতে পারেনি । এরপর স্থানীয়রা শিলিগুড়ির এনজেপি থানায় খবর দিলে পুলিশ গাড়ি দুটি আটক করে । উদ্ধার করা হয় ১৫ টি গরু ।
দুটি গাড়ির মধ্যে একটি গাড়িতে ৭ টি এবং অপরটিতে ৮ টি গরু ছিল । যার মধ্যে কয়েকটি গরুর অবস্থা আশঙ্কাজনক ছিল বলে অভিযোগ স্থানীয়দের । স্থানীয়রা পাচারকারীদের জিজ্ঞাসাবাদ করলে তারা মাটিগাড়া থেকে গরুগুলি নিয়ে আসছে । এই ঘটনাকে ‘অমানবিক’ ও ‘পাশবিক’ বলে বর্ণনা করেছেন স্থানীয় বাসিন্দারা । গাড়ি দুটি আটকানোর পর বহু স্থানীয় মহিলাও জড়ো হয়ে এই প্রকার বর্বরোচিত আচরণের তীব্র প্রতিবাদ জানান৷ এদিকে এই ঘটনায় পুলিশের বিরুদ্ধেও আঙুল উঠছে । স্থানীয় বাসিন্দারা ক্ষোভের সঙ্গে প্রশ্ন তুলেছেন, যে কাজ পুলিশের করা উচিত সেটা সাধারণ মানুষকে কেন করতে হবে ?