এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৫ জানুয়ারী : মঙ্গলবার দুপুরে রাজ্যের রাজধানী শহর কলকাতার বাঘাযতীনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি বহুতল আবাসনের একাংশ। আহত হয়েছেন বেশ কয়েকজন। কলকাতায় এই প্রকার ঘটনা বারবার ঘটতে থাকায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সিন্ডিকেটের বারবাড়ন্তকে দায়ি করেছে বিজেপি । রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ ও বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের অভিযোগ যে পশ্চিমবঙ্গে সিন্ডিকেটের বারবাড়ন্তর কারনেই কলকাতার মত জায়গাতেও বারবার বিভিন্ন নির্মান ভেঙে পড়ছে ।
প্রসঙ্গত,মঙ্গলবার দুপুরে কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডে বাঘাযতীন এলাকার বিদ্যাসাসাগরের নীচের অংশ ভেঙে যায়। যেকারণে পাশের আবাসনটিও বেঁকে আরেকটার ঘাড়ে এসে পড়ে। বিদ্যাসাগরের কলোনির ওই আবাসনের নিচের তলাটি কার্যত চুরমার হয়ে যায় । ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েন বেশ কয়েকজন। তাদের মধ্যে ২-৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
এই ঘটনায় দিলীপ ঘোষ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন,’দক্ষিণ কলকাতার টালিগঞ্জের নেতাজিনগরের ৯৯ নং ওয়ার্ডে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল আবাসন। কলকাতায় ব্রিজ ভাঙা, রাস্তা ভাঙা, ফ্ল্যাট ভাঙা খুব স্বাভাবিক নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনায় কেউ গ্রেফতারও হয় না, কারো শাস্তিও হয় না। কারণ ফ্ল্যাট নির্মাণে প্রতি স্কোয়ার ফিটে তৃণমূলের নেতা, কাউন্সিলর, পুলিশ, পুরসভার আধিকারিকদের কাটমানি বাঁধা থাকে। আর প্রোমোটারও তাই বাধ্য হয়ে কম গুণগত মান সম্পন্ন জিনিস দিয়ে ফ্ল্যাট বানায়। কলকাতায় কোন ব্রিজ, ফ্ল্যাট যে কখন ভেঙে পড়বে কেউ জানে না! জীবন হাতে করে বেঁচে আছেন কলকাতার মানুষজন ।’
অগ্নিমিত্রা পাল লিখেছেন,’গার্ডেনরিচের পর বাঘাযতীন। আস্ত একটা গোটা আবাসন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল।আহত হয়েছেন বেশ কয়েকজন।স্থানীয়দের একাংশের দাবি, ওই ফ্ল্যাটবাড়িতে আগেই ফাটল দেখা দিয়েছিল। সেই সময় পুর কর্তৃপক্ষের তরফে ওই ফ্ল্যাটের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, তার পরে আবার ওই ফ্ল্যাটে গিয়ে বসবাস করতে থাকেন অনেকে। স্থানীয়দের দাবি, ফ্ল্যাটটি নিয়ম মেনে তৈরি করা হয়নি।ওই অঞ্চলে তিনতলা ফ্ল্যাট বানানোর অনুমতি দেয় পুরসভা। অভিযোগ,সেই নিয়ম ভেঙে চারতলা ফ্ল্যাট তৈরি করা হয়েছিল।তৃণমূলের শাসনে নিয়ম না মেনে প্রোমোটাররা বাড়ি তৈরী করছে। Mamata Banerjee রাজত্বে এই বাংলায় সিন্ডিকেটের বারবাড়ন্ত।আসলে সিন্ডিকেটের ভাগের টাকা তৃণমূলের কাউন্সিলাদের কাছে পৌঁছায়।নিম্নমানের সামগ্রী দিয়ে বাড়ি তৈরী হচ্ছে।কলকাতা পুরসভার এই নিয়ে কোনও ভ্রুক্ষেপ নেই।পুরসভার গাফিলতিতে সাধারণ মানুষের জীবন নিয়ে ছেলেখেলা হচ্ছে।’।