শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),০৮ মে : নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ডান দিকে গিয়ে শব্জির দোকানে ধাক্কা দিল বেপরোয়া গতির একটি ট্রাক্টর । তবে লক ডাউনের কারনে সেই সময় দোকান বন্ধ থাকায় প্রাণে বাঁচলেন দোকানদার । শনিবার দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার আলিনগর বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় । দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাক্ট্রর চালককে ধরে ফেলে । তারপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় । পুলিশ ট্রাক্টর ও ট্রাক্টর চালককে আটক করেছে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ভাতার কামারপাড়া রোড ধরে ভাতার বাজারের দিকে যাচ্ছিল ফাঁকা ট্রাক্ট্ররটি । আলিনগর বা স্ট্যান্ডের কাছে আসতেই নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ডান দিকে গিয়ে একটি সবজির দোকানে ধাক্কা দেয় । পাশে একটি মোটরভ্যানে মুদিখানা সামগ্রী রাখা ছিল । ওই ভ্যানটাকেও ধাক্কা দেয় ট্রাক্টরটি । যদিও লকডাউন এর কারণে সবজি দোকানের নির্দিষ্ট সময়ে বন্ধ করে রাখায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি । খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় ভাতার থানার পুলিশ । পুলিশ ট্রাক্টর চালককে আটক করেছে ।
ট্রাক্টর মালিক শেখ শমসের আলম জানিয়েছেন, তাঁর ট্রাক্টরের চালক যখন ট্রাক্ট্ররটি দাঁড় করিয়ে শৌচকর্ম সারতে গিয়েছিল সেই সময় ঘটনাটি ঘটে ৷ তাঁর দাবি, পুলিশ যাকে আটক করেছে ওই ব্যক্তি ট্রাক্টরটি চুরি করে নিয়ে পালানোর চেষ্টা করছিল । কিন্তু শেষ পর্যন্ত দোকানে ধাক্কা দেওয়ায় তার সেই উদ্দেশ্য সফল হয়নি । ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ।।