এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,০৯ ফেব্রুয়ারী : নিয়ন্ত্রণ হারিয়ে সরস্বতী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় ঢুকে পড়ল একটি বেপরোয়া গতির লরি । লরির চাকায় পিষ্ট হয়ে দূর্ঘটনাস্থলেই মৃত্যু হয় এক বৃদ্ধের । আহত হয়েছে কমপক্ষে ১৫ জন । মঙ্গলবার রাতে দূর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সোনামুখী চৌমাথা মোড়ের কাছে বেলতলা এলাকায় । পুলিশ জানিয়েছে,মৃতের নাম হীরেন দে (৭০) । হতাহতরা প্রত্যেকেই একই পরিবারের সদস্য । আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে । পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে । তবে চালক পলাতক । প্রাথমিকভাবে পুলিশের অনুমান যান্ত্রিক গোলযোগের কারনেই এই দূর্ঘটনা । তবে স্থানীয়দের একাংশের দাবি, চালক মদ্যপ অবস্থায় থাকার কারনে ঘুমিয়ে পড়েছিল । সেই অবস্থায় সে সোজা বিসর্জনের শোভাযাত্রায় ঢুকিয়ে দেয় লরিটিকে । অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা গেছে,জানা গেছে প্রতিবারের মত এবারেও বাড়িতে সরস্বতী পূজোর আয়োজন করেছিল সোনামুখী শহরের দে পরিবার । মঙ্গলবার রাতে প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল । শোভাযাত্রায় ছিল ব্যান্ডের বাজনা । পরিবারের মহিলা ও শিশু থেকে শুরু করে সকল সকল সদস্যই শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন । শোভাযাত্রাটি সোনামুখী শহরের চৌমাথা লাগোয়া বেলতলায় যেতেই দূর্ঘটনাটি ঘটে ।
জানা গেছে,সেই সময় বিষ্ণুপুরের দিক থেকে দুর্গাপুরগামী একটি লরি আচমকাই ঢুকে পড়ে শোভাযাত্রার মধ্যে । লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান দে পরিবারের সদস্য হীরেন দে নামে ওই বৃদ্ধ । ঘটনায় আহত হন পরিবারের প্রায় ১৫ জন । আহতদের মধ্যে বেশ কয়েকজন মহিলাও রয়েছেন । দূর্ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীরা প্রথমে উদ্ধার কাজে হাত লাগান । পরে খবর পেয়ে সোনামুখী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে সোনামুখী ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে যায় । আহতদের মধ্যে পাঁচ জনের আঘাত গুরুতর থাকায় রাতেই তাঁদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় ।।