এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৪ সেপ্টেম্বর : মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে চুড়ান্ত অপমানিত হয়ে ফিরে যেতে হল ‘তিলোত্তমা’র ধর্ষণ-খুনে ন্যায়বিচারের দাবি করা জুনিয়র চিকিৎসকদের । রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভটাচার্য ডাক্তাদের বলেছেন,’হয় আপনারা বেরিয়ে যান। নয়ত বাস ডেকে বের করে দেওয়া হবে।’ মন্ত্রীর কাছে একথা শুনে কার্যত ভেঙে পড়েন জুনিয়র ডাক্তাররা । এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন,ধর্ষণ ও হত্যা মামলায় সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি গ্রেফতার হওয়ার পর এবার বিনীত গোয়াল গ্রেফতার হতে পারে এই আশঙ্কায় বৈঠক বাতিল করে দিয়েছেন মমতা ব্যানার্জি ।
শুভেন্দু এক্স-এ লিখেছেন,’মুখ্যমন্ত্রী এবং জুনিয়র ডাক্তারদের মধ্যে বৈঠক বাতিলের সঠিক কারণ হল ধর্ষণ ও হত্যা মামলায় টালা থানার ওসি এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তারের কারণে মমতা বন্দ্যোপাধ্যায় হতাশ হয়ে । তিনি আশঙ্কা করেছেন যে পরবর্তী ব্যক্তিটি হতে পারে বিনীত গোয়াল। সেই কারণেই মুখ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং মনোজ পন্তকে বৈঠক বাতিল করতে বলেছিলেন।’
এদিকে জুনিয়র চিকিৎসকরা বলেছেন, ‘বৈঠকের স্বচ্ছতার জন্য আমরা লাইভ স্ট্রিমিং চেয়েছিলাম । কিন্তু ওঁরা বললেন সম্ভব নয়। আমরা বললাম অন্তত দু’পক্ষকে স্বচ্ছভাবে ভিডিয়ো করতে দেওয়া হোক। তাতেও বললেন নাহ দুপক্ষকে ভিডিয়ো করতে দেওয়া যাবে না। আমরা চাই ভিডিয়োর কপি। ওঁরা বললেন সুপ্রিম কোর্ট অনুমতি দিলে তবে কপি দেওয়া হবে। আমরা এও বললাম যে, ভিডিয়োটা তো প্রমাণ হিসাবে আমাদের লাগবে। আমরা তারপর আবার আলোচনা করলাম । আমরা তাতেই রাজি হলাম। বললাম এই টুকুতেই রাজি। আমাদের ভিডিয়োর দরকার নেই। আমরা বিশ্বাস রাখলাম । কিন্তু প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভটাচার্য বললেন, দুঘণ্টা অপেক্ষা করেছি ।আমরা আর আলোচনায় বসতে রাজি নই। হয় আপনারা বেরিয়ে যান। নয়ত বাস ডেকে বের করে দেওয়া হবে ।’ তারা বলেন,’তাঁরা দুঘণ্টা অপেক্ষা করেছে, আর আমরা ৩৫ দিন অপেক্ষা করছি । বৃষ্টিতে ভিজছি । কিন্তু আজ আমাদের কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হল ।’।