এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৮ নভেম্বর : গত ৫ ই আগস্ট শেখ হাসিনাকে তাড়ানোর পর বাংলাদেশ এখন পুরোপুরি ইসলামী জঙ্গি গোষ্ঠীগুলির হাতে । জামাত ইসলামী, হিজবুত, বাংলাদেশ ন্যাশনাল পার্টি বা বিএনপির মতো জঙ্গিগোষ্ঠীগুলি গোটা দেশজুড়ে ইসলামী শরিয়া শাসন চালু করার জন্য উঠেপড়ে লেগেছে । কিন্তু তাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে হিন্দুরা । তাই হিন্দুদেরকে ধর্মান্তরিত বা দেশছাড়া করার জন্য অবর্ণনীয় নির্যাতন চালাতে শুরু করেছে ইসলামিক জঙ্গিরা । কেউ কেউ পরিবারের মহিলাদের সম্ভ্রম এবং নিজের জীবন বাঁচানোর জন্য হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলামের ধর্মান্তরিত হতে শুরু পর্যন্ত করে দিয়েছে৷ এবারে কট্টর ইসলামী মৌলবাদী শক্তি জামাত ইসলামিক ঘোষণা করেছে যে আগামী দিনে মানুষের তৈরি আইন নয়, বরঞ্চ আল্লাহর সৃষ্টি কোরানের শাসন চলবে দেশজুড়ে । কোরানই হবে বাংলাদেশের সংবিধান । বিভিন্ন এলাকায় জামাত ইসলামীর জঙ্গিরা এ নিয়ে রীতিমতো প্রচারও শুরু করে দিয়েছে ।
একদল জামাত ইসলামী জঙ্গির প্রচারের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । ওই ভিডিওতে এক জঙ্গিকে বলতে শোনা গেছে, ‘সৃষ্টি যার আইন চলবে তার । আমরা যেহেতু সবাই মুসলিম পরিবারের সন্তান, মুসলমান হিসেবে এ দেশে আমরা কত মানুষের শাসন দেখেছি, কেউ আমাদেরকে শান্তি দিতে পারেনি । আগামী দিনে সেই শান্তির মূল যে বার্তা সেই কোরান শরীফকে রাষ্ট্রের সর্বোচ্চ মহলের কোরানের আইন চালু করতে চাই । নিম্ন স্তর থেকে শুরু করে পার্লামেন্টের সদস্য পর্যন্ত জামাত ইসলামী ১৯৪১ সাল থেকে আজকের এই সময় পর্যন্ত আমাদের এউ চেষ্টা চলমান আছে ।’
ওই জঙ্গি বলেছে,’এজন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান কোরসনের শাসন চালু করার জন্য পুরুষরা পুরুষদের জায়গা থেকে এবং মহিলারা পর্দার আড়ালে থেকে আমরা সকলের নিজেদের জায়গা থেকে যদি কথা বলি তাহলে ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ আগামী দিনে কোরার শাসন দেখতে পাবে ।’ জামাত ইসলামীর ওই জঙ্গির কথায়,’এই দেশ কোরানের দেশ । বাংলাদেশের সংবিধান হবে আল কোরান । দুনিয়ার কোন মানুষের আদর্শ দিয়ে এই দেশ চলতে পারেনা । আমরা চাই আপনারা জামায়াতে ইসলামীর সাথে ঐক্যবদ্ধ হয়ে কোরানকে বিজয়ী করার জন্য কোরান পড়বো, কোরআন বুঝবো কোরআন অধ্যয়ন করব,আগামী দিনে এই কোরানকে আইনে পরিণত করার জন্য আমরা আমাদের নিজের জায়গা থেকে চেষ্টা করব… ইনশাল্লাহ ।’
ভিডিওটি ভয়েস ও বাংলাদেশি হিন্দাসের এক্স হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে । লেখা হয়েছে, ‘আমরা কোরানকে বাংলাদেশের সংবিধান করব”- জামায়াতে ইসলামীর সদস্যরা বলছেন হিন্দু পরিবারের সামনে। বাংলাদেশি কর্তৃপক্ষ হিন্দু কণ্ঠকে দমন করতে তাদের প্রচার করছে।’ তবে বাংলাদেশের কোন স্থানে এই প্রচার চালানো হয়েছে তা জানানো হয়নি৷।