এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২২ নভেম্বর : বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির সংসদ প্রার্থী ও দলীয় চেয়ারপার্সনের উপদেষ্টা হারুনুর রশীদ সম্প্রতি প্রকাশ্য জনসভায় হিন্দুদের মূর্তিপূজাকে “শয়তানের ইবাদত” বলেছিলেন । যা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তের হিন্দুরা প্রকাশ্যে অন্যায় স্বীকারের দাবিতে তুমুল বিক্ষোভ প্রদর্শন করছে । হিন্দু আইনজীবীরা তাকে লিগ্যাল নোটিশও পাঠায় । আর তার ঠিক পরের দিন হারুনুর রশীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে৷ হারুনুর রশীদ ওই পোস্টে দাবি করেন, তাঁর বক্তব্য কোনোভাবেই হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে নয়, বরং ‘কুরআনের আলোকে’ করা মন্তব্য। তাঁর কথায়,হিন্দুদের পূজা-অর্চনা তাদের কাছে নিঃসন্দেহে পবিত্র, কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে এটি আল্লাহর নির্দেশনার বাইরে এক ধরনের ইবাদত, যা শয়তান মানুষকে করতে উৎসাহিত করে। অন্যদিকে রোজাকে তিনি আল্লাহর নির্দেশিত ইবাদত হিসেবে ব্যাখ্যা করেন। যদিও কিছুক্ষণের মধ্যেই তিনি পোস্টটি মুছে দেন ।
তিনি আরও লিখেছেন, একজন মুসলিম, রাজনৈতিক নেতা ও সমাজের মানুষ হিসেবে ধর্মীয় বিভ্রান্তি থেকে মানুষকে সতর্ক করা তাঁর দায়িত্ব। তাঁর দাবি, তিনি কখনোই হিন্দু ব্যক্তি বা সম্প্রদায়কে উদ্দেশ্য করে কটু কথা বলেননি এবং হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে নিরাপত্তা ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে তিনি সবসময়ই সহায়ক ভূমিকা পালন করেছেন।
এর আগে হারুনুর রশীদ বলেছিলেন,”মনে রাখতে হবে,পূজা হচ্ছে শয়তানের ইবাদত । আর রোজা হচ্ছে আল্লার ইবাদত।” তার এই মন্তব্যে বাংলাদেশের হিন্দু সংগঠনগুলি তীব্র প্রতিক্রিয়া তৈরি করে,তার মনোনয়ন বাতিলের দাবি জানায় এবং ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য তাঁকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।
হারুনুর রশীদের নতুন পোস্ট ও তা দ্রুত অপসারণকে কেন্দ্র করে এখন রাজনৈতিক মহলেও নানা আলোচনা চলছে। কেউ কেউ এটিকে চাপের মুখে পশ্চাদপসরণ হিসেবে দেখছেন, আবার অনেকে বলছেন, বিষয়টি আরও বড় বিতর্কের ইঙ্গিত দিচ্ছে।।

