এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,২১ জুলাই : “রোহিঙ্গা আর চোরেদের নিয়ে আজ সভা করছেন চোরেদের রানী”-ঠিক এই ভাষাতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি বলেন,’বিজেপি সভা বানচাল করার অনেক চেষ্টা করা হয়েছিল । উনিশ অথবা কুড়ি তারিখে সভার করার কথা বলা হয় । কিন্তু ২১ তারিখে রাজ্যজুড়ে কোন সভা করার অনুমতি দেওয়া হবে না বলে জানানো হয়। কারণ ওই দিন হীরকরানীর সভা ।’
তিনি বলেন, আজ ধর্মতলাতে সভা করছেন চোরেদের রানী । সামনে বসে রোহিঙ্গা আর চোরেরা । আজ রাজ্যের কোথাও একটা গরু চুরি হবে না । কারণ সব চোরেরা ধর্মতলায় জড়ো হয়েছে ।’
আজ সোমবার ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়েছিল । সকাল ১১ টায় শিলিগুড়ির তিনবাত্তি মোড় থেকে মিছিল শুরু করে বিজেপি । উত্তরকন্যাকে বাঁদিকে রেখে সোজা আড়াই কিলোমিটার পথে মিছিল শেষ হবে চুনাভাটি মোড়ে। তারপর ফুটবল গ্রাউন্ডে হচ্ছে জনসভা। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা ওই সভায় উপস্থিত ছিলেন । সভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন যে শাসক দল তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গের সমস্ত প্রাকৃতিক সম্পদ লুন্ঠন করে নিয়েছে । তিনি রাজ্যে নারীদের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়েও প্রশ্ন তোলেন । শুভেন্দু অধিকারী এই ‘দুর্নীতিগ্রস্ত সরকারকে উপড়ে ফেলার’ ডাক দেন ।।

