এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২২ অক্টোবর : কাতারের অর্থায়নে পরিচালিত বিতর্কিত সংবাদমাধ্যম আল জাজিরা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে ইসরায়েল । ইসরায়েলের অভিযোগ যে ওই সংবাদমাধ্যমের সাংবাদিকরা ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাসের হয়ে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিল । ইতিমধ্যে এই সংবাদ মাধ্যমটি নিষিদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল । এবারে জানা যাচ্ছে যে আল জাজিরা হামাসের নিয়ন্ত্রণে পরিচালিত হত ।
মেইর আমিত ইন্টেলিজেন্স অ্যান্ড টেররিজম ইনফরমেশন সেন্টার জানিয়েছে,গাজায় উদ্ধার হওয়া নথিপত্র থেকে জানা গেছে যে হামাস কাতারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল জাজিরাকে নির্দেশনা জারি করছে । নতুন প্রকাশিত তথ্য অনুসারে, হামাসের প্রেস অফিস এবং আল জাজিরার কর্মীরা পরিভাষা এবং গল্পের সমন্বয় সাধন করেছিল যাতে কভারেজ “প্রতিরোধের ভাবমূর্তি নষ্ট না করে”।
নথিগুলি আল জাজিরার দোহা সদর দপ্তর এবং গাজায় হামাসের কমান্ড সেন্টারের মধ্যে একটি নিরাপদ যোগাযোগ লাইন স্থাপনের প্রচেষ্টাও প্রকাশ করে, যার ফলে নেটওয়ার্কটি “রিয়েল-টাইম নির্দেশনা পেতে” সক্ষম হয়। প্রতিবেদনে আল জাজিরার বেশ কয়েকজন সংবাদদাতার নাম উল্লেখ করা হয়েছে যারা হামাসের সামরিক শাখার সক্রিয় সদস্য অথবা সরাসরি যুদ্ধ অভিযানে জড়িত বলে অভিযোগ রয়েছে।।