এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৩ ফেব্রুয়ারী : চলতি বছরে আন্তর্জাতিক কলকাতা বইমেলা(IKBF) শুরুর দিন ঘোষণা করল পাবলিশার্স অ্যান্ড বুকসেলার গিল্ড । বুধবার গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় জানিয়েছেন,আগামী ২৮ ফেব্রুয়ারী সল্টলেক সিটি সেন্ট্রাল পার্কের মাঠে শুরু হবে বইমেলা । চলবে ১৩ দিন ধরে । মেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ । এছাড়া উপস্থিত থাকবেন বাংলাদেশী লেখিকা সেলিনা হোসেনও । এবারের কলকাতা বইমেলায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি উপলক্ষে মূলত প্রতিবেশী রাষ্ট্রের উপর ফোকাস করা হয়েছে বলে জানিয়েছেন ত্রিদিববাবু ।
সেই সঙ্গে তিনি বলেন, ‘বইমেলার তিনটি গেট করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা তিনটি বইয়ের নামে । একটি গেট সত্যজিৎ রায় ও আর একটি গেট অবনীন্দ্রনাথ ঠাকুরের নামে উৎসর্গ করা হবে ।’।