দিব্যেন্দু রায়,পূর্বস্থলী(পূর্ব বর্ধমান),২০ সেপ্টেম্বর : ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের আওতায় দক্ষতা উন্নয়ন কর্মসূচি বা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে শিল্প উপযোগী প্রশিক্ষণ দিয়ে রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সুনিশ্চিত করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার । সেই লক্ষ্যে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী-১ ব্লকের বিদ্যানগরে আইটিআই (ITI) কলেজে চালু হতে চলেছে ‘ড্রেস মেকিং ট্রেড’-এর একটি প্রোডাকশন ইউনিট । কলেজের অধ্যক্ষ তনুময় বৈরাগ্য বলেন, ‘খুব শীঘ্রই ড্রেস মেকিং ট্রেডের জন্য একটি প্রোডাকশন ইউনিট চালু হয়ে যাবে । কাজ অনেকটা এগিয়েও গিয়েছে । কলেজে অত্যাধুনিক মেশিনপত্র বসবে । মেশিন বসানোর জন্য কলেজের ভিতরে জায়গাও নির্দিষ্ট করা আছে । খুব শীঘ্রই মেশিনগুলি এসে পৌঁছে যাবে ।’ পাশাপাশি তিনি জানিয়েছে,মূলত বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল ও সংস্থার চাহিদামত ইউনিফর্ম তৈরি করা হবে এখানে । কলেজের প্রশিক্ষিত যুবক যুবতীরাই এখানকার প্রোডাকশন ইউনিটে কজের সুযোগ পাবেন বলে অধ্যক্ষ জানান । করোনা পরিস্থিতির কারনে বিভিন্ন বেসরকারি সংস্থায় কর্মরত মানুষ যখন কাজ হারাচ্ছেন,সেই পরিস্থিতিতে পূর্বস্থলীর আইটিআই কলেজে চালু হতে চলা এই ইউনিটকে ঘিরে আশায় বুক বাঁধছেন এলাকার শিক্ষিত বেকার যুবক যুবতীরা ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারী ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্প চালু করা হয় । এই প্রকল্পের আওতায় রাজ্য সরকারের কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের মাধ্যমে প্রতি বছর রাজ্যের ৬ লক্ষ বেকার যুবক যুবতীকে বিভিন্ন ক্ষেত্রে উপযোগী করে তুলতে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে । রাজ্যের ২৫০ টি আইটিআই কলেজ,১৫২ টি পলিটেকনিক কলেজ ও প্রায় সাড়ে ৩ হাজার বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রে চলছে প্রশিক্ষণ ।
এদিকে ২০১৬ সালেই তৈরি হয় পূর্বস্থলী-১ ব্লকের বিদ্যানগরে এই আইটিআই কলেজটি ৷ কলেজের জন্মলগ্ন থেকেই চলছে ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ । প্রশিক্ষণের জন্য কলেজে রয়েছে উন্নতমানের পরিকাঠামো । প্রাথমিকভাবে এখানে ফিটার,অটোমোবাইল, ইলেকট্রিশিয়ান,কম্পিউটার, প্লাম্বিং, ড্রেস মেকিং, সার্ভেয়ার প্রভৃতি ১০টি বিষয়ের উপর প্রশিক্ষিণ দেওয়া শুরু হয় । রয়েছে ক্যাম্পাসিংয়ের ব্যাবস্থাও ।মাত্র ৫ বছরের আয়ূষ্কালের মধ্যে যথেষ্ট সুনাম কুড়িয়েছে বিদ্যানগরে এই আইটিআই কলেজটি । এখান থেকে প্রশিক্ষণ প্রাপ্তরা রেলসহ বিভিন্ন দপ্তরে চাকরিও করছেন । গুনগত মানের নিরিখে সারা দেশের মধ্যে এই আইটিআই কলেজটি নবম স্থানে রয়েছে বলে জানা গেছে ।
জানা গেছে,কলেজে বর্তমানে সমস্ত বিভাগ মিলে রয়েছে ৬৭২ টি আসন । বর্তমানে করোনা পরিস্থিতির মধ্যেও ৫৫০ জন স্বাস্থ্যবিধি মেনে প্রশিক্ষণও নিচ্ছেন । এবার অনান্য বিভাগের পাশাপাশি কলেজে ‘ড্রেস মেকিং ট্রেড’-এর একটি প্রোডাকশন ইউনিট তৈরি হতে চলায় স্বভাবতই খুশি এলাকাবাসী ।।