প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৫ নভেম্বর : পঞ্চায়েত অফিসেই প্রয়াত রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীরকে শ্রদ্ধা জানালেন পঞ্চায়েত প্রধানসহ সদস্যরা। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের স্মরণে শুক্রবার দুপুরে এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্টানটি হয় পূর্ব বর্ধমানের জামালপুরের চকদিঘী পঞ্চায়েত অফিসে ।প্রধান গৌরসুন্দর মণ্ডল এদিন প্রথম প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের ফটোতে মালা পরিয়ে শ্রদ্ধা জানান ।পরে অন্য সদস্য ও তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রয়াত রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীকে শ্রদ্ধা জানান ।প্রয়াত পঞ্চায়েত মন্ত্রীকে পঞ্চায়েত অফিসেই শ্রদ্ধার্ঘ্য নিবেদন প্রকৃত অর্থেই তৎপর্যপূর্ণ বলে জানিয়েছেন দলীয় নেতৃত্ব ।
চকদিঘী পঞ্চায়েতের প্রধান গৌরসুন্দর মণ্ডল এবিন বলেন , সুব্রত মখোপাধ্যায় প্রকৃত অর্থেই ছিলেন রাজ্য রাজনীতির চাণক্য । প্রশাসন চালানোর ক্ষেত্রেও তিনি তাঁর দক্ষতার পরিচয় রেখে গেছেন ।সুব্রত মুখোপাধ্যায়ের হাত ধরে হওয়া রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের কাজকর্ম শুধু গ্রামগঞ্জে উন্নয়নের দিশাই দেখায় নি ।কেন্দ্র থেকেও সেই সব কাজের প্রশংসা মিলেছে । এমন এক কর্মদক্ষ পঞ্চায়েত মন্ত্রীর প্রয়াণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই শোকাতুর গোটা রাজ্যবাসী । একই ভাবে শোকাতুর চকদিঘী এলাকার বাসিন্দারাও ।গৌরবাবু বলেন ,সুব্রত বাবু যেহেতু রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী ছিলেন তাই তাঁকে শ্রদ্ধা জানাতে এদিন তাঁরা পঞ্চায়েত অফিসকেই বেছে নেন । তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখপত্র তথা পূর্ব বর্ধমান জেলাপরিষদের সহ-সভাধীপতি দেবু টুডু বলেন ,“প্রয়াত রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীকে পঞ্চায়েত অফিসেই প্রধান সহ সদস্যরা শ্রদ্ধাজ্ঞাপন করছে জেনে ভালো লাগলো। এমন শ্রদ্ধা জ্ঞাপন সত্যি তাৎপর্যপূর্ণ ।’।