এইদিন ওয়েবডেস্ক,মালদা,১২ নভেম্বর : পদ্মশ্রী পুরষ্কারে সম্মানিত ‘গুরুমা’ কমলী সোরেনকে নিয়ে মালদা শহর জুড়ে মিছিল করল আরএসএসের ছাত্র সংগঠন । শুক্রবার মালদা রেলস্টেশন থেকে মিছিল শুরু হয় । মিছিলের অগ্রভাগে হুডখোলা গাড়িতে ছিলেন কমলীদেবী । হাতে ছিল সদ্যপ্রাপ্ত পুরষ্কার । তাঁর গাড়ির পিছনে ছিল বাইক মিছিল । মিছিলটি
গোটা মালদা শহর পরিক্রমা করে ।
প্ররসঙ্গত, শিল্পকলা, শিক্ষা, বাণিজ্য, সাহিত্য, বিজ্ঞান, খেলাধূলা, সমাজসেবা ও সরকারি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারত সরকারের তরফ থেকে এই সম্মান দেওয়া হয় । পদ্মশ্রীকে ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান হিসাবে মনে করা হয় ।
মালদা জেলার গাজল থানার কোটালহাটি গ্রামের বাসিন্দা গুরুমা’ কমলী সোরেন সমাজ সেবার সঙ্গে যুক্ত ৷ তাঁর বাপের বাড়ি পুরাতন মালদার বাগমারা গ্রামে । খুব কম বয়সে তাঁর বিয়ে হয় । একটি কন্যা সন্তানও হয় । কিন্তু মেয়ের জন্মের অল্পসময়ের মধ্যেই কমলিদেবীর স্বামীর মৃত্যু হয় । তারপর তিনি কোটালহাটি গ্রামে রাজেন বাবাজির আশ্রমে চলে আসেন । আশ্রমে থেকে আদিবাসীদের উন্নয়নে কাজ করা শুরু করেন । এছাড়া গ্রামে গ্রামে ঘুরে দুঃস্থ অসুস্থ মানুষদের আয়ূর্বেদিক পদ্ধতিতে চিকিৎসাও করেন তিনি । বিগত প্রায় ২৫ বছর ধরে সমাজসেবার কাজ করে আসছেন কমলীদেবী । এই অবদানের স্বীকৃতি স্বরূপ ভারত সরকারের তরফ থেকে তাঁকে পদ্মশ্রী পুরষ্কার দিয়ে সম্মানিত করা হয় । চলতি মাসের ৯ তারিখে দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ‘গুরুমা’ কমলী সোরেনের হাতে পদ্মশ্রী পুরষ্কার তুলে দেন । কমলীদেবী জানিয়েছেন, সুস্থ সমাজ গড়ে তুলতে তিনি নিরন্তর চেষ্টা চালিয়ে যাবেন ।।