শ্যামসুন্দর ঘোষ,নবদ্বীপ(নদীয়া),০৭ ডিসেম্বর : সদগুরু শ্রী শ্রীবিজয়কৃষ্ণ গোস্বামীর মূর্তি প্রতিষ্ঠা উপলক্ষে পদযাত্রার আয়োজন করেছিলেন ভক্তরা । বুধবার(৭ ডিসেম্বর ২০২২) সেই পদযাত্রার পরিসমাপ্তি হল নবদ্বীপে ধামে । গত সোমবার পুরুলিয়ার রামচন্দ্রপুর থেকে এই পদযাত্রার সুচনা হয়েছিল । আসানসোল, দুর্গাপুর, বর্ধমান মির্জাপুর হয়ে মঙ্গলবার সেই পদযাত্রা এসে পৌঁছেছিল কালনা শহরে । এই উপলক্ষে কালনায় অসংখ্য পূণ্যার্থীদের সমাগম হয়েছিল । রাতে কীর্তন,ভজন প্রভৃতি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । ছিল ভোগের ব্যবস্থা । শতাধিক ভক্ত প্রসাদ গ্রহণ করেছিলেন ।
এরপর বুধবার সকাল হতেই কালনা থেকে ফের পদযাত্রা শুরু হয় । এসটিকেকে রোড ধরে কালনা থেকে পদযাত্রা এসে পৌছায় সমুদ্রগড়ে । সেখানে দুপুরে প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল । প্রসাদ গ্রহণের পর শ্রদ্ধালুদের দল সমুদ্রগড় থেকে পূর্বস্থলীর হেমাতপুর মোড় হয়ে নদীয়ার নবদ্বীপ ধামের শ্রীশ্রী যমুনা মাই আশ্রমে গিয়ে পৌঁছলে পদযাত্রার পরিসমাপ্তি ঘটে । সদগুরু অবতার শ্রীশ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী, মাতা যোগমায়া দেবী ও সদগুরু আচার্য্য শ্রীশ্রী নন্দদুলাল চক্রবর্তীর মূর্তি প্রতিষ্ঠা উপলক্ষে বৃহস্পতিবার যমুনা মাই আশ্রমে উৎসবের আয়োজন করা হয়েছে । বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি প্রচুর পূণ্যার্থীদের প্রসাদ বিতরণ করা হবে বলে জানা গেছে ।।