এইদিন ওয়েবডেস্ক,তিরুপতি,২৭ নভেম্বর : তিরুপতি বালাজি মন্দিরে পূজো দিয়ে তেলেঙ্গানার নির্বাচনী প্রচার শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । রবিবার রাতেই তিরুমালা পৌঁছেছেন প্রধানমন্ত্রী । প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল এস রেনিগুন্টা, আবদুল নাজির এবং মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি । আজ সোমবার সকালেই তিরুপতি বালাজি মন্দিরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী । তিনি ভগবান ভেঙ্কটেশ্বরের দর্শন করেছিলেন এবং মন্দিরে প্রার্থনা করেছিলেন । প্রধানমন্ত্রী মোদী নিজের অফিসিয়াল ‘এক্স’ অ্যাকাউন্টে মন্দির দর্শনের মুহুর্তের ছবিগুলি শেয়ার করেছেন । পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন,’১৪০ কোটি ভারতীয় ভেঙ্কটেশ্বরের কাছে সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেছি ।’
ভগবান ভেঙ্কটেশ্বরের পূজো সেরে সরাসরি তেলেঙ্গানার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী ।মাহাবুবাবাদে(Mahabubabad) বিশাল এক জনসভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেন, ‘কেসিআর আমাকে গালি দেয় কারণ আমি তাকে এনডিএ-তে যোগ দিতে দিইনি । বিজেপি কখনই বিআরএসকে কাছে ঘেঁষতে দেবে না । বিজেপি তেলেঙ্গানায় বিআরএস এবং কংগ্রেস উভয়কেই পরাজিত করবে ।’
প্রধানমন্ত্রী আরও বলেন,’আমরা ফার্মহাউস সিএমকে পরাজিত করব এবং নিশ্চিত করব যে প্রত্যেক বিআরএস নেতা যারা অর্থ লুট করেছে তাদের শাস্তি হবে ।’ বিজেপি তেলেঙ্গানার কৃষকদের জন্য কাজ করবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী । উল্লেখ্য,তেলেঙ্গানার ১১৯ টি বিধানসভা কেন্দ্রের জন্য ভোট হবে আগামী ৩০ নভেম্বর । এর আগে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও মিজোরামে ভোট হয়। ওই ৫ রাজ্যের ফলাফল ঘোষণা হবে এবং ৩ ডিসেম্বর ।।