এইদিন ওয়েব ডেস্ক,১৪ নভেম্বর ঃ ‘ ভারতের রননীতি স্পষ্ট । আজকের ভারত অপরকে বোঝার চেষ্টা করার পাশাপাশি তাকে বোঝানোর চেষ্টা করার নীতিতে বিশ্বাস করে । কিন্তু কেউ যদি আমাদের শক্তি পরীক্ষা করতে চায়, তাহলে তাকে সর্ব শক্তি দিয়ে জবাব দিতেই হবে ।’ শনিবার রাজস্থানের জয়সলমেড়ের লঙ্গেলওয়ালায় ভারতীয় সেনাদের দীপাবলীর শুভেচ্ছা জানাতে এসে নাম না করে এইভাবেই পাকিস্থান ও চীনকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পাশাপাশি তিনি বলেন, ‘এটা আজকের ভারত। আমরা আতঙ্কবাদীদের ছাড়ি না । ঘরের ভিতর ঢুকে ওদের খতম করে দিয়ে আসি । শুধু আতঙ্কবাদীদের খতম করি না, ওদের মদতদাতাদেরও উচিত শিক্ষা দিয়ে আসি ।’ সেই সঙ্গে তিনি চিনকে খোঁচা দিয়ে বলেন, ‘গোটা বিশ্ব আজ আধিপত্যবাদের কারনে সমস্যার সম্মুখীন । এটা এক ধরনের বিকৃত মানসিকতা । যা অষ্টাদশ শতাব্দীর চিন্তাধারাকে প্রতিফলিত করে । ভারত এই চিন্তাধারার বিপক্ষে বলিষ্ঠভাবে সরব হয়েছে ।’ বিগত ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিপাবলীর এই দিনটা সেনাদের সঙ্গে কাটিয়ে আসছেন । এবারের তার ব্যাতিক্রম হয়নি ।
এদিকে জঙ্গীদের অনুপ্রবেশ করানোর উদ্দেশ্যে গত বৃহস্পতিবার রাত থেজে জম্মু-কাশ্মীরের পুঞ্চ, উরি,গুরেজসহ সীমান্তের ছ’টি সেক্টরে ব্যাপক গোলাগুলি চালায় পাক সেনারা । তাতে ভারতের ৫ জওয়ান শহীদ হয়েছেন । মৃত্যু হয়েছে আরও ৬ ভারতীয় নাগরিকের। অন্যদিকে ভারতীয় সেনার পালটা হানায় পাকিস্থানের ১১ জওয়ান খতম হয়েছে । গুরুতর আহত হয়েছে আরও ১৬ জন । পাশাপাশি পাকিস্থানের কয়েকটি সেনাঘাঁটি ভারতীয় সেনা গুঁড়িয়ে দেয় বলে খবর । এই উতপ্ত পরিস্থিতির মধ্যেও তিনি এদিন জয়সলমেড়ের লঙ্গেলওয়ালায় দেশের সেনাদের দিপাবলির শুভেচ্ছা জানাতে আসেন ।
প্রধানমন্ত্রী বলেন, ‘আজ আমি প্রত্যেকটি ভারতবাসীর শুভেচ্ছা আপনাদের কাছে এনেছি। আপনারা দেশকে রক্ষা করার জন্য কখনও পাহাড়ের উপর ঘন বরফের মধ্যে কখনও মরুভুমিতে গিয়ে নিজের দায়িত্ব পালন করছেন। কিন্তু আমার দিপাবলী তখনই সম্পুর্ন হবে যখন এই উৎসব আমি আপনাদের সঙ্গে কাটাবো । আমার সুখ দ্বিগুন হয় তখনই যখন আমি আপনাদের আনন্দভরা মুখগুলো দেখি ।’ এদিন সেনা জওয়ানদের শুভেচ্ছা জানাতে এসে সঙ্গে করে মিষ্টি নিয়ে আসেন প্রধানমন্ত্রী । সেই মিষ্টি তিনি সেনা জওয়ানদের নিজের হাতে বিতরণ করেন ।