এইদিন ওয়েবডেস্ক,মহীশূর,২১ জুন : মঙ্গলবার অষ্টম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্ণাটকের মহীশূর প্যালেস গ্রাউন্ডে যোগব্যায়ামে অংশগ্রহন করলেন । প্রায় ১৫,০০০ মানুষের উপস্থিতিতে যোগাসন করলেন প্রধানমন্ত্রী । উপস্থিত ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই । জাতিসংঘের এই বছরের যোগ দিবসের থিম ‘মানবতার জন্য যোগাস’ । বিশ্বের ১৯০ টি দেশে পালিত হচ্ছে অষ্টম আন্তর্জাতিক যোগ দিবস । প্রায় ২৫০ মিলিয়ন মানুষ যোগ অনুশীলন করবে এদিন । এদিন সকাল ৫.৩০ নাগাদ প্রধানমন্ত্রী ভাষণের মধ্য দিয়ে যোগ দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন । প্রধানমন্ত্রী মোদি টুইট করে সবাইকে যোগ দিবস উদযাপন করার আবেদন জানিয়েছেন ।
পাশাপাশি অরুণাচল প্রদেশের লোহিতপুরে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপির) আন্তর্জাতিক যোগ দিবস পালন করল । সৈন্যরা জলে দাঁড়িয়ে যোগের বিভিন্ন ভঙ্গি অনুশীলন করলেন । অষ্টম আন্তর্জাতিক যোগ দিবস-২০২২-এ ‘যব সে যোগ দে আয়া হ্যায়… যোগ কা হর্ষ হর অর ছায়া হ্যায়’ গানটি উৎসর্গ করেছে আইটিবিপি ।উত্তরাখণ্ডে আইটিবিপির জওয়ানরা ১৪,৫০০ ফুট উচ্চতায় যোগ দিবস উদযাপন করল । প্রসঙ্গত, আইটিবিপির জওয়ানরা লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম এবং অরুণাচল প্রদেশসহ ভারত-চীন সীমান্তের বিভিন্ন উচ্চতায় হিমালয় পর্বতমালায় যোগাভ্যাস করার মাধ্যমে মানুষকে যোগব্যায়ামে উদ্বুদ্ধ করে যাচ্ছেন ।।