এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৬ আগস্ট : দেশের ৫০৮ টি রেলস্টেশনের আধুনিকীকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । আজ রবিবার সকাল ১১ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এই প্রকল্পের শিলান্যাস করেন । অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে ৫০৮ টি রেলস্টেশনের পুরো চেহারাই বদলে ফেলা হবে । বিমানবন্দরের মত সুবিধা পাবেন রেলযাত্রীরা । এই প্রকল্পে বরাদ্দ করা হয়েছে ২৪,৪৭০ কোটি টাকা । দেশের মোট ২৭ টি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে শিয়ালদহ সহ ৩৭ টি রেলস্টেশন । তার মধ্যে শুধু পূর্ব বর্ধমান জেলায় রয়েছে বর্ধমান জংশন,কাটোয়া, অম্বিকা কালনা এই তিনটি স্টেশন । বিজেপি শাসিত উত্তরপ্রদেশে ৫৫ টি এবং ত্রিপুরায় মাত্র ৩ টি স্টেশনের নাম রয়েছে তালিকায় ।
উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী বলেন,’কয়েক দশক ধরে রেল হয়ে উঠেছে পারস্পরিক সম্পর্ক গড়ে তোলার একটা মাধ্যম । এক কথায় দেশকে জুড়ে রাখার কাজ করেছে রেল । রেলকে উপযুক্ত পরিচয় ও আধুনিক ভবিষ্যতের সঙ্গে জোড়া আমাদের একটা দায়িত্ব ।’ তিনি রেলের সুরক্ষা ও স্বচ্ছতার দিকে খেয়াল রাখার জন্য দেশবাসীর কাছে আহ্বান জানান ।
প্রধানমন্ত্রী বিরোধী দলগুলিকে নিশানা করে বলেন, ‘কিছু দল আছে যারা নিজে কিছু করবে না, কাউকে কিছু করতেও দেবে না ।’ প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবন ও কর্তব্য পথের নির্মান নিয়ে বিরোধী দলগুলির বিরোধিতার সমালোচনা করেছেন । তিনি কংগ্রেসকে কটাক্ষ করে বলেন,’বিগত ৭০ বছর ধরে এই দলগুলি শহীদের জন্য স্মৃতি স্তম্ভ পর্যন্ত নির্মান করেনি । যখন আমরা ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল নির্মান করলাম তখন এর প্রকাশ্যে সমালোচনা করার সময় এদের কোনো লাজলজ্জা হয়নি । সর্দার বল্লভ ভাই প্যাটেলের স্ট্যাচু অফ ইউনিটি আজ বিশ্বের সবচেয়ে বড় মূর্তি । প্রতিটি ভারতীয় এর জন্য গর্বিত । ভোটের সময় কিছু রাজনৈতিক দলের তো বল্লভ ভাই প্যাটেলের কথা মনে পড়ে,কিন্তু এযাবৎ তাদের কোনো বড় নেতা স্ট্যাচু অফ ইউনিটি দেখতে যায়নি এবং বল্লভ ভাই প্যাটেলকে প্রনাম পর্যন্ত করার প্রয়োজন বোধ করেনি ।’
প্রধানমন্ত্রী বলেন,’নেতিবাচক রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়নকে আমরা মিশন হিসেবে নিয়েছি। কোন রাজ্যে, কার সরকার, কোথায় কার ভোটব্যাঙ্ক, এসবের ঊর্ধ্বে উঠে আমরা গোটা দেশের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি ।’।