এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৬ আগস্ট : সোমবার শিক্ষক দিবসের দিন শিক্ষকদের হাতে গুড রাইটার অ্যাওয়ার্ড তুলে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন শিক্ষার মান বাড়াতে সারা দেশে ১৪,৫০০ স্কুলকে প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজিং ইন্ডিয়া (PM-SHRI) প্রোগ্রামের অধীনে মডেল স্কুল হিসাবে উন্নীত করা হবে । তিনি বলেন,’এই স্কুলগুলোর মাধ্যমে প্রকাশ পাবে জাতীয় শিক্ষানীতি । এসব বিদ্যালয়ে আধুনিক পদ্ধতিতে শিক্ষাদান করা হবে । শিক্ষার পাশাপাশি পড়ুয়াদের উদ্ভাবনী প্রতিভাবেও উৎসাহিত করা হবে ।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আধুনিক প্রযুক্তি সম্বলিত স্মার্ট ক্লাসরুম থাকবে । খেলাধুলায় গুরুত্ব দেওয়া হবে।’ উল্লেখ্য,সম্প্রতি জাতীয় শিক্ষানীতির কারণে শিক্ষার মান উন্নত হয়েছে । নতুন মডেল স্কুল প্রকল্প থেকে লক্ষাধিক শিক্ষার্থী উপকৃত হবে বলে মনে করা হচ্ছে ।।