এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৯ আগস্ট : দেশের মহিলাদের রাখি বন্ধনের উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এলপিজি সিলিন্ডারের দাম একধাপে কমানো হল ২০০ টাকা । কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন,’সমস্ত ব্যবহারকারীদের জন্য এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এটি দেশের মহিলাদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রক্ষা বন্ধন উপলক্ষে উপহার ।’
তিনি বলেন,’এখন ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম ১১০০ টাকার পরিবর্তে ৯০০ টাকা হয়েছে । শুধু তাই নয়, সারা দেশে ৯.৬ কোটিরও বেশি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY) সংযোগ রয়েছে, যারা ইতিমধ্যেই সিলিন্ডারে ২০০ টাকা ভর্তুকি পান, তারা এই সিলিন্ডারটি মাত্র ৭০০ টাকায় পাবেন।’
অনুরাগ ঠাকুর বলেছেন যে সরকার উজ্জ্বলা প্রকল্পে ৩,৫০০ কোটি টাকা ব্যয় করে। বর্তমানে দেশে মোট ৯.৬ কোটি সুবিধাভোগী রয়েছে। এই প্রকল্পের আওতায় সিলিন্ডার, চুলা, পাইপ সবকিছুই বিনামূল্যে পাওয়া যাচ্ছে ।
পেট্রোলিয়াম পণ্যের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে অনুরাগ ঠাকুর বলেন,’বিশ্বে গ্যাস ও তেলের দাম দ্রুত হারে বেড়েছে । সৌদি আরবে দাম ৩০০ শতাংশের বেশি বেড়েছে। কিন্তু মোদী সরকারের আমলে বেড়েছে মাত্র ৬৩ শতাংশ ।’
এদিকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এলপিজি সিলিন্ডারের দাম কমানোকে নরেন্দ্র মোদীর একটা মাস্টার স্ট্রোক বলে মনে করা হচ্ছে । যদিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর কৃতিত্ব দিয়েছেন তাঁদের জোটের উপর । মমতা ব্যানার্জি টুইট করেছেন,’এখন অবধি,আই এন ডি আই এ জোটের দ্বারা গত দুই মাসে মাত্র দুটি সভা অনুষ্ঠিত হয়েছে এবং আজ, আমরা দেখতে পাচ্ছি যে এলপিজির দাম ২০০ টাকা কমেছে ৷’।