এইদিন ওয়েবডেস্ক,গোয়া,০৭ ডিসেম্বর : উত্তর গোয়ার আরপোরায় (Arpora) একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৩ জন জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন । শনিবার মধ্যরাতে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর নাইটক্লাবে আগুন লেগে যায়। এতে বেশ কয়েকজন জীবন্ত দগ্ধ হন এবং অন্যরা গুরুতর অগ্নিদগ্ধ হন। আহতদের চিকিৎসার জন্য বাম্বোলিমের সরকারি মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে তিনজন মহিলা ও ৩-৪ জন পর্যটক রয়েছেন ।
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি এক্স-এ লিখেছেন,’গোয়ার আরপোরায় (Arpora)অগ্নিকাণ্ডের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের সকলের প্রতি আমার সমবেদনা। আহতরা দ্রুত আরোগ্য লাভ করুক। গোয়ার মুখ্যমন্ত্রী ডঃ প্রমোদ সাওয়ান্ত জি-এর সাথে পরিস্থিতি সম্পর্কে কথা বলেছি। রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সকল সহায়তা প্রদান করছে।’
জানা গেছে,জনপ্রিয় এই নাইটক্লাবটি গত বছর গোয়ার রাজধানী পানাজি থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে আরপোরা গ্রামে খোলা হয়েছিল। নিহতদের বেশিরভাগই নাইটক্লাবের কর্মী । তারা যখন রান্নার কাজে ব্যস্ত ছিলেন, সেই সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে ৷ আগুন দ্রুত গোটা নাইটক্লাবে ছড়িয়ে পড়ে । দমকল ও পুলিশ কর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে রাতভর উদ্ধার অভিযান চালায়। প্রাথমিক তথ্য অনুসারে, নাইটক্লাবে অগ্নি নিরাপত্তা নিয়ম না মানার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ।
গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত অগ্নিকাণ্ডের ঘটনা শুনে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। তিনি আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি নাইটক্লাবের অগ্নিকাণ্ডের তদন্তের নির্দেশ দিয়েছেন এবং কর্তৃপক্ষকে দ্রুততম সময়ের মধ্যে একটি প্রতিবেদন জমা দিতে বলেছেন।।

