এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৬ অক্টোবর : বন্যা দুর্গতদের দিকে সাহায্যের হাত বাড়িতে দিতে আজ সোমবার জলপাইগুড়ি জেলার নাগরাকাটার গিয়েছিলেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ৷ সেই সময় নিরাপত্তা রক্ষীদের সামনেই তাদের দু’জনের উপর মারাত্মক হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ সাংসদ ও বিধায়ক দু’জনেই গুরুতর আহত হয়েছেন । এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূলের অসংবেদনশীলতার নিন্দা এবং রাজ্যের আইন- শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ।
প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন,’যেভাবে আমাদের দলের সহকর্মীরা—যাদের মধ্যে একজন বর্তমান সাংসদ ও বিধায়কও রয়েছেন—পশ্চিমবঙ্গে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সেবা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন, তা অত্যন্ত নিন্দনীয়। এটি তৃণমূল কংগ্রেসের অসংবেদনশীলতা এবং রাজ্যের আইন-শৃঙ্খলার করুণ রূপের স্পষ্ট প্রতিফলন।’
পাশাপাশি তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেছেন,’আমার একান্ত কামনা পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেস এই কঠিন পরিস্থিতিতে হিংসায় লিপ্ত না হয়ে মানুষের সাহায্যে আরও মনোযোগী হোক। আমি বিজেপি কার্যকর্তাদের আহ্বান জানাই, তারা যেন জনগণের পাশে থেকে চলতি উদ্ধার কাজে সহায়তা করে যান।’
প্রসঙ্গত,আজ সোমবার জলপাইগুড়ি জেলার নাগরাকাটার বন্যা কবলিত এলাকায় ত্রাণ দিতে যাওয়া মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক আহত শঙ্কর ঘোষের উপর প্রাণঘাতী হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদল । গুরুতর আহত হয়েছেন খগেন মুর্মু । দুষ্কৃতীদের ছোড়া পাথরের আঘাতে তার মাথা ফেটে যায় । আহত হন শঙ্কর ঘোষও ৷ তিনিই সাংসাদকে রক্তাক্ত ও অর্ধ অচেতন অবস্থায় মাটিগাড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করেন । একই হাসপাতালে ভর্তি আছেন শঙ্কর ঘোষও ৷ তার ডান হাতে গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে ।।